সিঙ্গাপুর: ভারতের পুরুষ দলের পর এবার মহিলা দলও এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল। আজ ফাইনালে চিনকে ২-১ গোলে হারিয়ে দিল ভারত। এই প্রথম এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ভারতের মহিলা দল।

এদিনের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়। ১৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে গোল করে ভারতকে এগিয়ে দেন দীপ গ্রেস এক্কা। তবে ৪৪ মিনিটে ঝং মেংলিংয়ের গোলে সমতা ফেরায় চিন। ৬০ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতের জয় নিশ্চিত করেন দীপিকা।

২০১০ সালে প্রথম মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল ভারত। ২০১৩ সালে ফাইনালে উঠেও জাপানের কাছে হেরে রানার্স হয় ভারত। এবার কাঙ্খিত সাফল্য এল।

এই সাফল্যের জন্য ভারতের মহিলা দলকে অভিনন্দন জানিয়েছেন সচিন তেন্ডুলকর। তিনি ট্যুইট করে বলেছেন, ভারতের সঙ্গে যারাই লড়াই করতে আসবে, তারা মাটিতে মিশে যাবে।


 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন।