নয়াদিল্লি: হকিকে (Indian Hockey Team) বিদায় জানালেন রানি রামপাল (Rani Rampal)। মাত্র ২৯ বছর বয়সেই এই সিদ্ধান্ত নিলেন দেশের জার্সিতে ক্যাপ্টেন্সি করা রানি। ১৬ বছরের কেরিয়ারে ইতি টানার কথা ঘোষণা করলেন বৃহস্পতিবারই। যে ভারতীয় মহিলা হকি দল টোকিও অলিম্পিক্সে চতুর্থ স্থান অধিকার করেছিল সেই দলটির নেতৃত্ব দিয়েছিলেন রানি রামপাল। ভারতের (Hockey India) হয়ে মোট ২৫৪ ম্য়াচে ২০৫টি গোল করেছিলেন রানি রামপাল। 


নিজের সোশ্য়াল মিডিয়ায় অবসরের ঘোষণা করে এক বিবৃতিতে রানি লিখেছেন, ''এটা আমার জন্য একটা অসাধারণ সফর ছিল। আমি কখনও ভাবিনি ভারতের হয়ে এতদিন ধরে খেলতে পারব। প্রবল দারিদ্র্যের মধ্যে বড় হতে হয়েছে। কিন্তু কখনও নিজের লক্ষ্য থেকে সরিনি। আর সেই লক্ষ্যটা ছিল, একদিন ভারতের হয়ে খেলব। যা খেলতে পেরেছিলাম।'' উল্লেখ্য, মাত্র ১৪ বছর বয়সেই দেশের জার্সিতে খেলার সুযোগ চলে আসে রানির সামনে। ২০১০ সালে হকি বিশ্বকাপে দেশের হয়ে খেলতে নেমেছিলেন। টুর্নামেন্টে ৭ গোলও করেছিলেন।


 






দেশের হয়ে অসামান্য সাফল্যের জন্য ২০১৬ সালে অর্জুন পুরস্কারে ভূষিত করা হয় রানিকে। এরপর ২০২০ সালে খেলরত্ন পুরস্কারও পান। পদ্মশ্রী সম্মানেও সম্মানিত করা হয় তাঁকে। রানির অবসরের ঘটনায় হকি ইন্ডিয়া তাদের এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে, ''হকিতে শ্রেষ্ঠত্বের একটি যুগ শেষ হল। আজ, আমরা রানি রামপালকে বিদায় জানাচ্ছি, একজন আইকন যিনি এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় হকিকে অন্য মাত্রায় নিয়ে গিয়েছিলেন। ভারতের অসংখ্য ম্য়াচ জয়ে ওঁর অবদান অনস্বীকার্য। দেশের প্রচুর ক্রীড়াবিদদের জন্য রানি এক অনুপ্রেরণার নাম। সবকিছুর জন্য ধন্যবাদ রানি। ভারতীয় হকিতে আপনার অবদান বিশাল।''


 








দেশের জার্সিতে ভারতের মহিলা হকিতে সবচেয়ে কম বয়সে অভিষেকের নজির রয়েছে রানিরই। জাতীয় হকি দলের মেয়েদের সাব জুনিয়র বিভাগের কোচ হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন রানি।