Indian Womens Hockey: এশিয়া কাপে তাইল্যান্ডের বিরুদ্ধে অভিযান শুরু করছে ভারতীয় মহিলা হকি দল
Asia Cup Hockey: চিনের হাংঝাউয়ে বসবে এই এশিয়া কাপের আসর। যেখানে কমনওয়েলথ গেমসের আসর বসেছিল এর আগে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট।

নয়াদিল্লি: আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে মহিলা হকিতে এশিয়া কাপ (Womens Asia Cup Hockey)। সেই টুর্নামেন্টে ভারতের প্রথম প্রতিপক্ষ তাইল্যান্ড। গ্রুপ 'বি' তে রয়েছে ভারতীয় মহিলা হকি দল। সেই গ্রুপেই রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান। এছাড়া তাইল্যান্ড ও সিঙ্গাপুরও রয়েছে এই গ্রুপে। গ্রুপ এ-তে রয়েছে আয়োজক দেশ চিন, কোরিয়া, মালয়েশিয়া ও চাইনিজ তাইপেই।
চিনের হাংঝাউয়ে বসবে এই এশিয়া কাপের আসর। যেখানে কমনওয়েলথ গেমসের আসর বসেছিল এর আগে। আগামী ১৪ সেপ্টেম্বর পর্য়ন্ত চলবে এই টুর্নামেন্ট। শেষবার এই টুর্নামেন্টে ব্রোঞ্জ জিতেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় মহিলা হকি দলকে। এবার তারা সোনা জয়ের জন্য নিঃসন্দেহে চেষ্টা করবে। এশিয়া কাপে জয় ভারতের জন্য সরাসরি ২০২৬ সালের FIH হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করাতে সাহায্য করবে।
View this post on Instagram
এশিয়া কাপের অভিযান শুরু করার আগে এই প্রসঙ্গে মুখ খুলে ভারতীয় মহিলা হকি দলের ক্যাপ্টেন সালিমা তেতে বলছেন, ''আমরা এশিয়া কাপের নামার জন্য মুখিয়ে রয়েছি। বি গ্রুপে আমাদের সঙ্গে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাপান। তাদের বিরুদ্ধে নামতে হবে গ্রুপ পর্বেই। প্রথম থেকেই আমাদের ক্ষমতা সম্পর্কে আমরা জানতে পারব। নিজেদের স্কিলের পরীক্ষা হবে। আমাদের লক্ষ্য একটি করে ম্য়াচ জিতে এগিয়ে যাওয়া। এশিয়া কাপ জিততে মরিয়া সবাই। সরাসরি ২০২৬ FIH হকি বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে চাই আমরা।''
উল্লেখ্য, হকিতে সাম্প্রতিক সময়ে দারুণ উন্নতি করেছে ভারত। পুরুষ ও মহিলা দল অলিম্পিক্সেও নজর কেড়েছে। পুরুষ দল তো দুবার টানা অলিম্পিক্স পদক জিতেছে। প্যারিস অলিম্পিক্সের পরই অবসর নিয়েছিলেন পুরুষ হকি দলের তেকাঠির নীচে দায়িত্ব সামলানো শ্রীজেশ। গত জানুয়ারিতেই শ্রীজেশ যে পদ্মভূষণ সম্মানে সম্মানিত হবেন, তা জানিয়ে দেওয়া হয়েছিল। এর আগে মেজর ধ্যানচাঁদকে পদ্ম সম্মানে সম্মানিত করা হয়েছিল। সেই অর্থে ভারতীয় হকিতে দ্বিতীয় প্লেয়ার হিসেবে পদ্মভূষণ সম্মান পেলেন শ্রীজেশ। এর আগে ১৯৫৬ সালে পদ্মভূষণ সম্মান পেয়েছিলেন ধ্যানচাঁদ। শ্রীজেশকে আধুনিক হকির ভগবান বলে সম্বোধন করা হয় হকি সার্কিটে। ১৮ বছরের লম্বা কেরিয়ারে দেশের জার্সিতে ৩৩৬টি ম্য়াচ খেলেছেন। প্যারিস অলিম্পিক্সের পরই পেশাদার হকিকে বিদায় জানিয়েছিলেন ৩৬ বছরের এই তারকা। কেরিয়ারে দুটো অলিম্পিক্স পদকও রয়েছে। ২০২০ টোকিও ও ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী ভারতীয় হকি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন শ্রীজেশ।























