মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে মহম্মদ শামিকে (Mohammed Shami) না দেখে হতবাক কৃষ্ণমাচারি শ্রীকান্ত (Krish Srikanth)। ২০১৫ সালে অস্ট্রেলিয়ার মাটিতে বিশ্বকাপে দুরন্ত বোলিং করেছিলেন শামি। ভারতকে সেমিফাইনালে তোলার নেপথ্যেও ছিল বাংলার পেসারের দাপট। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে সেই অস্ট্রেলিয়াতেই। আর সেখানেই কি না দলের বাইরে শামি!


বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসের একটি অনুষ্ঠানে জাতীয় নির্বাচক কমিটির প্রাক্তন প্রধান শ্রীকান্ত বলেছেন, 'আমি নির্বাচক কমিটির প্রধান হলে শামিকে অবশ্যই দলে রাখতাম। আমরা অস্ট্রেলিয়ায় খেলছি। এই ছেলেটার বোলিং অ্যাকশন অসাদারণ। বাউন্স আদায় করে নিতে জানে। দ্রুত উইকেট তুলতে পারে। হর্ষল পটেলের জায়গায় শামিকে দলে রাখতাম আমি। হর্ষল ভাল বোলার, কিন্তু শামি আসল লোক। হয়তো অনেকে বলবে ও টেস্ট বা ওয়ান ডে ক্রিকেটের জন্য বেশি উপযুক্ত। কিন্তু ভুলে গেলে চলবে না আমরা অস্ট্রেলিয়ায় খেলছি। পাশাপাশি শামি গত আইপিএলে দারুণ বল করেছে।'


সামনেই টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। যে টুর্নামেন্টের প্রস্তুতি সেরে নিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল। সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের পাশাপাশি ওই দুই সিরিজের জন্যও ভারতীয় দল ঘোষণা করা হল। যে দলে সবচেয়ে বড় চমক বলতে, মহম্মদ শামি (Mohammed Shami)।


টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে শামির ফেরা স্রেফ সময়ের অপেক্ষা বলে মনে করা হচ্ছিল। কিন্তু সকলকে হতবাক করে দিয়ে শামিকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে দেওয়া হয়েছে। তার চেয়েও অবাক করা ঘটনা হল, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শামিকে রাখা হয়েছে। সঙ্গে রাখা হয়েছে চেন্নাই সুপার কিংসের হয়ে নজর কাড়া পেসার দীপক চাহারকেও। চাহারও বিশ্বকাপের দলে নেই।


প্রশ্ন উঠছে, বিশ্বকাপের দলে নেই, এরকম দুই পেসারকে কেন বিশ্বকাপের প্রস্তুতি সিরিজে দলে রাখা হল। ভারতীয় বোর্ড সূত্রে খবর, চোট সারিয়ে ফেরা যশপ্রীত বুমরা ও অন্যতম সেরা পেসার ভুবনেশ্বর কুমারকে বিশ্বকাপের আগে বেশি ম্যাচ খেলিয়ে ক্লান্ত করে ফেলতে চায় না টিম ম্যানেজমেন্ট। সেই কারণেই বুমরা ও ভুবনেশ্বরকে শুধু টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দলে রাখা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শামিদের ওপরই বেশি করে ভরসা রাখা হচ্ছে।


কিন্তু প্রশ্ন উঠছে, বিশ্বকাপের মতো টুর্নামেন্টের আগে এত পরীক্ষা নিরীক্ষা কেন! পাশাপাশি বলা হচ্ছে, এশিয়া কাপে বারবার যেখানে শামি ও বুমরার অভাব টের পাওয়া গিয়েছে এবং শামি যেহেতু গত আইপিএলে গুজরাত টাইটান্সকে চ্যাম্পিয়ন করার অন্যতম কাণ্ডারি, সেখানে কিসের ভিত্তিতে বাংলার পেসারকে বাদ দেওয়া হল।


আরও পড়ুন: হতাশ হলেও ভেঙে পড়ছেন না, ওয়ান ডে বিশ্বকাপকে পাখির চোখ করছেন জাডেজা