দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ০-৪ ফলে না হারলেই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারবে ভারতীয় দল। অস্ট্রেলিয়া যদি ৪-০ জেতে, তাহলেই ভারতকে সরিয়ে শীর্ষে যাবে। না হলে ভারতীয় দলের র্যাঙ্কিং নিয়ে কোনও সমস্যা হবে না। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে।
ভারতীয় দলের এখন পয়েন্ট ১১৬। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০২। ভারতীয় দল এই সিরিজ ৪-০ জিততে পারলে পয়েন্ট বেড়ে হবে ১২০। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার পয়েন্ট কমে হবে ৯৭। তবে যদি ভারতীয় দল সিরিজ ০-৪ হেরে যায়, তখন পয়েন্ট কমে হবে ১০৮। সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে। ভারত যদি ০-৩ ফলে সিরিজ হারে, তখন পয়েন্ট হবে ১০৯। অস্ট্রেলিয়া তখন এক পয়েন্ট পিছিয়ে থাকবে। অস্ট্রেলিয়া আবার যদি ৩-১ ফলে সিরিজ জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ১০৭। ভারতের পয়েন্ট থাকবে ১১১।
আইসিসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ব্যাটসম্যানদের তালিকায় প্রথম ২০ জন যে জায়গায় ছিলেন সেখানেই আছেন। শীর্ষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন। বোলারদের তালিকার শীর্ষে ভারতের রবীন্দ্র জাডেজা। সাত নম্বরেই আছেন রবিচন্দ্রন অশ্বিন।
অস্ট্রেলিয়া সফরে একটি টেস্ট ড্র করতে পারলেই র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখবে ভারত
Web Desk, ABP Ananda
Updated at:
03 Dec 2018 07:06 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -