দুবাই: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজে ০-৪ ফলে না হারলেই র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখতে পারবে ভারতীয় দল। অস্ট্রেলিয়া যদি ৪-০ জেতে, তাহলেই ভারতকে সরিয়ে শীর্ষে যাবে। না হলে ভারতীয় দলের র‌্যাঙ্কিং নিয়ে কোনও সমস্যা হবে না। আইসিসি-র পক্ষ থেকে এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে।


ভারতীয় দলের এখন পয়েন্ট ১১৬। অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০২। ভারতীয় দল এই সিরিজ ৪-০ জিততে পারলে পয়েন্ট বেড়ে হবে ১২০। সেক্ষেত্রে অস্ট্রেলিয়ার পয়েন্ট কমে হবে ৯৭। তবে যদি ভারতীয় দল সিরিজ ০-৪ হেরে যায়, তখন পয়েন্ট কমে হবে ১০৮। সেই পরিস্থিতিতে অস্ট্রেলিয়া ১১০ পয়েন্ট নিয়ে শীর্ষে চলে যাবে। ভারত যদি ০-৩ ফলে সিরিজ হারে, তখন পয়েন্ট হবে ১০৯। অস্ট্রেলিয়া তখন এক পয়েন্ট পিছিয়ে থাকবে। অস্ট্রেলিয়া আবার যদি ৩-১ ফলে সিরিজ জেতে, তাহলে তাদের পয়েন্ট হবে ১০৭। ভারতের পয়েন্ট থাকবে ১১১।

আইসিসি-র পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ব্যাটসম্যানদের তালিকায় প্রথম ২০ জন যে জায়গায় ছিলেন সেখানেই আছেন। শীর্ষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে স্টিভ স্মিথ ও কেন উইলিয়ামসন। বোলারদের তালিকার শীর্ষে ভারতের রবীন্দ্র জাডেজা। সাত নম্বরেই আছেন রবিচন্দ্রন অশ্বিন।