কলকাতা: আগামী মাসে দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজের জন্য দল ঘোষণা করা হবে বৃহস্পতিবার। নির্বাচক হিসেবে নিজেদের মেয়াদের চার বছর পূর্ণ করতে চলেছেন এম এস কে প্রসাদ ও গগন খোড়া। তার আগে তাঁরা আগামীকালই শেষবার দল নির্বাচনী বৈঠকে যোগ দিতে চলেছেন।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল। এই সিরিজে বিশ্রাম দেওয়া হতে পারে সীমিত ওভারের ফর্ম্যাটে ভারতের সহ-অধিনায়ক রোহিত শর্মাকে। কারণ, বিশ্বকাপ থেকে টানা ম্যাচ খেলে চলেছেন তিনি। তাই টি-২০ ও একদিনের সিরিজের কোনও একটিতে বিশ্রাম দেওয়া হতে পারে তাঁকে।
রোহিতের পাশাপাশি নির্বাচকদের নজর থাকবে ভারতীয় দলের বাঁ হাতি ওপেনার শিখর ধবনের দিকেও। কারণ, সম্প্রতি একেবারেই ফর্মে নেই তিনি। তাই ওপেনিংয়ে অন্য কাউকে সুযোগ দেওয়া হতে পারে।
ধবনের পাশাপাশি খারাপ ফর্মের জন্য তীব্র সমালোচিত হচ্ছেন উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থও। তাঁর সঙ্গে দলে ঢোকার লড়াইয়ে আছেন সঞ্জু স্যামসন। মহেন্দ্র সিংহ ধোনি অনুশীলন শুরু করলেও, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে তাঁর দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই।
চোট সারিয়ে এখনও ফিট না হয়ে ওঠায় হার্দিক পাণ্ড্য, জসপ্রীত বুমরাহ, নবদীপ সাইনি, ভুবনেশ্বর কুমারদেরও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে সুযোগ পাওয়ার সম্ভাবনা নেই। সম্প্রতি ভাল পারফরম্যান্স দেখাতে না পারায় বাদ পড়তে পারেন অফস্পিনার ওয়াশিংটন সুন্দর ও বাঁ হাতি স্পিনার ক্রুণাল পাণ্ড্য।
টি-২০ সিরিজ শুরু হতে চলেছে ৬ ডিসেম্বর থেকে। প্রথম ম্যাচ মুম্বইয়ে। পরের ম্যাচে ৮ ডিসেম্বর তিরুঅনন্তপুরমে। তৃতীয় তথা শেষ ম্যাচ ১১ ডিসেম্বর হায়দরাবাদে। একদিনের সিরিজের প্রথম ম্যাচ ১৫ ডিসেম্বর চেন্নাইয়ে। দ্বিতীয় ম্যাচ ১৮ ডিসেম্বর বিশাখাপত্তনমে। তৃতীয় একদিনের ম্যাচ ২২ ডিসেম্বর কটকে।
কাল ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ ও একদিনের সিরিজের দল ঘোষণা, নজর রোহিত-ধবনের দিকে
Web Desk, ABP Ananda
Updated at:
20 Nov 2019 08:29 PM (IST)
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিনটি করে টি-২০ ও একদিনের ম্যাচ খেলবে ভারতীয় দল।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -