মিশরের আল-আহলিকে হারাল ভারতের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল
Web Desk, ABP Ananda | 23 Apr 2017 12:56 PM (IST)
ফাইল ছবি
কায়রো: ভারত-মিশর ফ্রেন্ডশিপ কাপে আল-আলহিকে ২-১ গোলে হারিয়ে দিল ভারতের অনূর্ধ্ব-১৬ ফুটবল দল। গোল করেছেন রোহিত দানু ও আইনাম জিরবা। কোচ বিবিয়ানো ফার্নান্ডেজ এই জয়ে খুশি। তিনি বলেছেন, ‘আমরা অনেক কিছু শিখতে পারলাম। আমি খুব খুশি। আমাদের দল নেপালে অনূর্ধ্ব-১৬ এএফসি কাপের জন্য তৈরি হচ্ছে। বিদেশে এসে খেলে জেতার পাশাপাশি ভাল ফিটনেসেরও পরিচয় দিয়েছে দল।’ আল-আহলি দলের কোচ সামির আবদুল রহমান ভারতীয় দলের প্রশংসা করেছেন। তাঁর মতে, ভারতের তরুণ ফুটবলাররা প্রত্যেকেই প্রতিভাবান। মিশরে ভারতের রাষ্ট্রদূত সঞ্জয় ভট্টাচার্য ভারতীয় দলের জয়ে খুশি। তাঁর আশা, এবার মিশরের দলও ভারতে খেলতে যাবে।