কলম্বো: ২০১১ সালের বিশ্বকাপ ফাইনালে ভারত-শ্রীলঙ্কা ম্যাচে গড়াপেটা হয়েছিল বলে অভিযোগ করলেন অর্জুন রণতুঙ্গা। ১৯৯৬ সালে শ্রীলঙ্কার বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ফেসবুকে একটি ভিডিওতে বলেছেন, ‘সেই সময় আমি ধারাভাষ্য দেওয়ার জন্য ভারতেই ছিলাম। আমরা হেরে যাওয়ার পর ভেঙে পড়েছিলাম। কিন্তু আমার সন্দেহ হচ্ছিল। এখনই সব বলা সম্ভব নয়। তবে একদিন নিশ্চয়ই বলতে পারব। ওই ম্যাচে শ্রীলঙ্কা কেন হারল সেটা নিয়ে অবশ্যই তদন্ত হওয়া উচিত।’


কারও নাম না করলেও রণতুঙ্গার দাবি, খেলোয়াড়রা ক্রিকেটের সাদা পোশাকে লেগে থাকা ময়লা আড়াল করতে পারবেন না। রণতুঙ্গার মুখপাত্র থামিরা মঞ্জু বলেছেন, দেশের ক্রিকেটের দুরবস্থার কথা উল্লেখ করে রাষ্ট্রপতি মৈথীপালা সিরিসেনা ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংঘেকে চিঠি দিচ্ছেন প্রাক্তন অধিনায়ক।