জাকার্তা: ইন্দােনেশিয়া ওপেনের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন লক্ষ্য সেন ও কিদাম্বী শ্রীকান্ত। মালয়েশিয়ার লি জি জিয়াকে হারিয়ে দেন লক্ষ্য প্রথম রাউন্ডে। খেলার ফল লক্ষ্যর পক্ষে ২১-১৭, ২১-১৩। বিশ্বের ২০ নম্বরে থাকা লক্ষ্যের প্রতিদ্বন্দ্বী তার থেকে ক্রমতালিকায় ৯ ধাপ এগিয়ে রয়েছেন। মালয়েশিয়ার প্রতিদ্বন্দ্বী যদিও এদিন লক্ষ্যর বিরুদ্ধে কোনও প্রতিরোধই গড়ে তুলতে পারেননি। মোট ৩২ মিনিটেই খেলা শেষ হয়ে যায়। প্রথম গেমে জিয়া কিছুটা লড়াই করলেও দ্বিতীয় গেমে জিয়াকে দাঁড়াতেই দেননি ভারতের ব্যাডমিন্টন তারকা।


শ্রীকান্তও স্ট্রেট গেমে জেতেন। তিনি হারান চিনের গুয়াং জু লু-কে। প্রথম গেমে চিনের প্রতিদ্ব্দ্বীর বিরুদ্ধে ২১-১৩ ব্যবধানে জয় পান ভারতীয় শাটলার। দ্বিতীয় গেমে কিছুটা বেগ দিয়েছিলেন গুয়াং। তবে শেষ হাসি হাসেন শ্রীকান্ত। শেষ ষোলোতেই একে অপরের বিরুদ্ধে শ্রীকান্ত ও লক্ষ্য। ফলে কোনও এক ভারতীয় শাটলারের কাছে শেষ ম্যাচ হতে চলেছে প্রি কোয়ার্টার ফাইনালের ম্যাচ। 


এর আগে ইন্দোনেশিয়া ওপেনের শেষ ষোলোয় পৌঁছে গিয়েছিলেন পিভি সিন্ধু (PV Sindhu) ও এইচ এস প্রণয়। মহিলাদের সিঙ্গলসে এগোলেন সিন্ধু। অন্যদিকে পুরুষদের সিঙ্গলসে এগোলেন প্রণয়। অলিম্পিক্স পদকজয়ী সিন্ধু হারিয়ে দিলেন সিঙ্গাপুরের প্রতিদ্বন্দ্বী গ্রেগরিয়া মারিস্কাকে হারিয়ে দেন। খেলার ফল সিন্ধুর পক্ষে। সিন্ধু স্ট্রেট গেমে হারিয়ে দেন মারিস্কাকে। সিঙ্গাপুরের এই প্রতিদ্বন্দ্বী এর আগে মালয়েশিয়া মাস্টার্সের সেমিতে হারিয়ে দিয়েছিলেন সিন্ধুকে। এমনকী মাদ্রিদ স্পেন মাস্টার্সেও অলিম্পিকে পদকজয়ী ভারতীয় শাটলারকে হারিয়ে দিয়েছিলেন। এমনকী ফাইনালেও খেতাব জিতে নিয়েছিলেন। এবার সেই হারের মধুর প্রতিশোধ তুললেন সিন্ধু। বিশ্বের ৩ নম্বর চাইনিস তাইপেইয়ের তাই জু ইংয়ের বিরুদ্ধে খেলতে নামবেন সিন্ধু প্রি কোয়ার্টারে। 


অন্যদিকে, প্রণয় পুরুষদের সিঙ্গলসে হারালেন জাপানের প্রতিদ্বন্দ্বীকে। বিশ্বের ৮ নম্বর প্রণয় হারালেন বিশ্বের ১১ নম্বর কেন্তা নিশিমোতোকে। খেলার ফল প্রণয়ের পক্ষে ২১-১৬, ২১-১৪ তে। বিশ্বের ১৬ নম্বর হংকংয়ের আঙ্গাস এনজি কা লংয়ের বিরুদ্ধে খেলতে নামবেন প্রণয়।


প্রি কোয়ার্টার ফাইনালে সিন্ধু খেলতে নামবেন তাইওয়ানের তাই জু ইংয়ের বিরুদ্ধে। যাঁর বিরুদ্ধে ২০১৯ সালের  বিশ্ব চ্যাম্পিয়নশিপের পরে কোনও ম্যাচও জিততে পারেননি ২ বারের অলিম্পিক্স পদকজয়ী শাটলার। ২৩ বারের সাক্ষাতে মাত্র ৫ বার সিন্ধু জয় পেয়েছে। ১৮ ম্যাচ জিতেছেন তাই জু। অন্যদিকে হংকংয়ের প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধেও কঠিন লড়াই হবে প্রণয়ের।