সিডনি: মঙ্গলবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের প্রথম ম্য়াচে নামছে ভারতীয় দল। তার আগে বড়সড় ধাক্কা খেল ভারত। আঙুলের চোটের জন্য প্রথম ম্যাচে খেলতে পারবেন না হরমনপ্রীত কউর (Harmanpreet Kaur)।


ভারতীয় মহিলা ক্রিকেট দলের হেড কোচ রমেশ পওয়ার জানিয়েছেন যে, দিন কয়েক আগে হাতের বুড়ো আঙুলে চোট পেয়েছিলেন হরমনপ্রীত। সেই চোটের জন্যই তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচে খেলতে পারবেন না। দ্বিতীয় ম্যাচেও তাঁর খেলা নিয়ে সংশয় রয়েছে। পওয়ার জানিয়েছেন, হরমনপ্রীতের চোটের পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।


ম্যাচের আগের দিন পওয়ার বলেছেন, 'ও ফিট ছিল বলেই এই সফরের দলে নির্বাচিত হয়। তবে দুর্ভাগ্যবশত কয়েকদিন আগে ওর হাতের বুড়ো আঙুলে চোট লাগে। প্রথম ওয়ান ডে ম্যাচে ও খেলতে পারবে না। যন্ত্রণা কেমন থাকে তা দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।'


হরমনপ্রীতের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন জেমাইমা রডরিগেজ। দৌড়ে রয়েছেন ইয়াস্তিকা ভাটিয়া ও পুণম রাউতও। হরমনপ্রীত না খেলায় দলের ঝোড়ো ব্যাটিংয়ে সমস্যা হতে পারে। তবে টিম ম্যানেজমেন্টের ভরসা হয়ে দাঁড়াতে পারেন শেফালি বর্মা। মাত্র ১৭ বছর বয়সে যিনি ইংল্যান্ডে দুরন্ত অভিষেক ঘটিয়েছেন। তাঁর পারফরম্যান্স এতটাই নজরকাড়া ছিল যে, হান্ড্রেড টুর্নামেন্টে জায়গা করে নিয়েছিলেন।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত। যার আগে আত্মবিশ্বাসী অধিনায়ক মিতালি রাজ। জানিয়েছেন, অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলার চেয়ে বড় মঞ্চ আর হয় না। সেই সঙ্গে মিতালি বলেছেন, 'বিশ্বকাপের আগে প্রস্তুতির দারুণ সুযোগ দিচ্ছে এই সিরিজ।'


দলের সামনে লক্ষ্য বেঁধে দিয়েছেন রমেশ পওয়ার। কোচ বলেছেন, 'ওয়ান ডে ম্যাচে আমাদের নিয়মিতভাবে আড়াইশো রান করতে হবে। প্রতিপক্ষ দলকে অল আউট করতে হবে। বোলিংয়ে ভাল শুরুর জন্য আমরা অভিজ্ঞ ঝুলন গোস্বামীর ওপর অনেকটাই নির্ভর করে রয়েছি।'


বড় ঘোষণা সৌরভের বোর্ডের, ম্য়াচ ফি বাড়ল ঘরোয়া ক্রিকেটারদের