নয়াদিল্লি: কব্জির চোটের জন্য শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দল থেকে ছিটকে গেলেন ওপেনার মুরলী বিজয়। তাঁর জায়গায় দলে এলেন শিখর ধবন। বিসিসিআই সচিব অমিতাভ চৌধুরী এ কথা জানিয়েছেন। আগামী ২৬ জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের তিন ম্যাচের সিরিজ শুরু হচ্ছে।
বোর্ড সচিব জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ভারতে টেস্ট সিরিজের সময় ডান হাতের কব্জিতে চোট পেয়েছিলেন বিজয়। সেই পুরানো ব্যাথাই একটি প্রস্তুতি ম্যাচের সময় ফের অনুভব করেছেন তিনি। বোর্ডের মেডিক্যাল টিম তাঁকে রিহ্যাবলিটেশন প্রোগ্রাম চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন।
ধবন একদিনের দলের নিয়মিত ওপেনার। দেশের হয়ে এ পর্যন্ত ২৩ টেস্ট খেলে ৩৮.৫২ গড়ে মোট ১৪৬৪ রান করেছেন। চারটি শতরানও রয়েছে তাঁর কেরিয়ারে। ভারতের হয়ে ঘরের মাঠে ২০১৬-তে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্ট খেলেন ধবন।
চোটের জন্য ছিটকে গেলেন বিজয়, দলে এলেন ধবন
ABP Ananda, web desk
Updated at:
17 Jul 2017 04:54 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -