শিখর ধবনের চোট নিয়ে চিন্তায় ভারত
Web Desk, ABP Ananda | 20 Jan 2017 08:23 PM (IST)
কলকাতা: একে তো ব্যাটে রানের খরা, তার উপর চোট। সবমিলিয়ে রবিবার ইডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচের আগে ওপেনার শিখর ধবনকে নিয়ে চিন্তায় ভারতীয় দল। আজ ভারতীয় দল কলকাতা পৌঁছনোর পরেই ধবনকে একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর এমআরআই করা হয়। চোট কতটা গুরুতর, সেটা জানা যাবে আগামীকাল। এরপরেই সিদ্ধান্ত নেওয়া হবে, রবিবার ধবন খেলবেন কি না। ভারতীয় দল সূত্রে খবর, গত বছরের অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ধবনের বাঁ হাতের বুড়ো আঙুলে সামান্য চিড় ধরে। সেই চোট এখনও ভোগাচ্ছে এই বাঁ হাতি ব্যাটসম্যানকে।