লন্ডন: লন্ডনের ওভালে চলছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে চলতি সিরিজের শেষ তথা পঞ্চম টেস্ট। খেলা চলাকালে মাঠে ও গ্যালারিতে অনেক সময় এমন কিছু অন্য ধরনের ঘটনা দেখা যায়, যা নজর কেড়ে যায়। এমনই একটা ঘটনা ঘটল ওভাল টেস্টের প্রথম দিন। ফিল্ডিং করার সময় জমিয়ে মজা করলেন ভারতীয় দলের ওপেনার শিখর ধবনকে।




বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিংয়ের সময় ভাংড়া নেচে দর্শকদের মনোরঞ্জন করতে দেখা গেল ভারতীয় দলের গব্বরকে।



শিখরের নাচের সঙ্গে তাল মিলিয়ে সেখানকার দর্শকরাও ভাংড়া নাচলেন।



আর এই নাচের ছোঁয়াচ লাগল কমেন্ট্রি বক্সেও। সেখানে ছিলেন হরভজন সিংহ। ভাংড়া হচ্ছে, আর ভাজ্জি কিছু করবেন না, তা কখনও হয়! শিখরের ভাংড়া দেখে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার কমেন্ট্রি বক্সেই একটু নেচে নিলেন। আর ভাজ্জির সহভাষ্যকার ডেভিড লয়েডও ওই ছন্দময় নাচ শিখতে আগ্রহ প্রকাশ করেন। ভাজ্জি তাঁকেও শিখিয়ে দিলেন এই নাচ।