বাউন্ডারি লাইনের ধারে ফিল্ডিংয়ের সময় ভাংড়া নেচে দর্শকদের মনোরঞ্জন করতে দেখা গেল ভারতীয় দলের গব্বরকে।
শিখরের নাচের সঙ্গে তাল মিলিয়ে সেখানকার দর্শকরাও ভাংড়া নাচলেন।
আর এই নাচের ছোঁয়াচ লাগল কমেন্ট্রি বক্সেও। সেখানে ছিলেন হরভজন সিংহ। ভাংড়া হচ্ছে, আর ভাজ্জি কিছু করবেন না, তা কখনও হয়! শিখরের ভাংড়া দেখে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার কমেন্ট্রি বক্সেই একটু নেচে নিলেন। আর ভাজ্জির সহভাষ্যকার ডেভিড লয়েডও ওই ছন্দময় নাচ শিখতে আগ্রহ প্রকাশ করেন। ভাজ্জি তাঁকেও শিখিয়ে দিলেন এই নাচ।