ইংল্যান্ডে টি ২০ ও একদিনের সিরিজের পর এখন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটাচ্ছেন মাহি। এরইমধ্যে একটি ফিটনেস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠানে নাচতে দেখা গেল তাঁকে।
ধোনির এই নাচের ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। কয়েক সেকেন্ডের এই ভিডিওতে ধোনির একটি ডান্স মুভ দেখা গিয়েছে।
এরইসঙ্গে সোশাল মিডিয়ায় ধোনির আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ধোনিকে তাঁর কয়েকজন বন্ধুর সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে ওই ভিডিওতে। ওই সময় ধোনির এক বন্ধুকে গিটার বাজিয়ে গান গাইতেও দেখা গিয়েছে।
ধোনি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি ও ভিডিও অনুরাগীদের জন্য শেয়ার করেন। ধোনির ট্যুইটার হ্যান্ডেলে তাঁর মেয়ে জিভারও অনেক ছবি ও ভিডিও রয়েছে।
আসন্ন এশিয়া কাপে ভারতীয় দলের হয়ে খেলতে দেখা যাবে ধোনিকে। ১৫ সেপ্টেম্বর ওই টুর্নামেন্ট শুরু হচ্ছে। ভারতের প্রথম খেলা হংকংয়ের বিরুদ্ধে। এই ম্যাচের পরের দিনই পাকিস্তানের মুখোমুখি হবে ভারত।