ফ্লোরিডা: নতুন মরশুমে ইউরোপ ছেড়ে আমেরিকায় পাড়ি দিয়ে শুরুটা স্বপ্নের মতোই করেছেন লিওনেল মেসি (Lionel Messi(। একের পর এক গোল করে তাঁর দল ইন্টার মায়ামিকে (Inter Miami) জেতাচ্ছেন আর্জেন্তাইন মহাতারকা। ইতিমধ্যেই মার্কিন মুলুকের ক্লাবের হয়ে সাতটি গোল করে ফেলেছেন 'এলএম১০'। তবে খেলোয়ড় মেসির পাশাপাশি অধিনায়ক মেসিও বেশ প্রভাবিত করেছেন ক্লাবের কোচ তাতা মার্তিনোকে (Gerardo Martino)।


শার্লট এফসির বিরুদ্ধে লিগস কাপ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে মেসির ইন্টার মায়ামি। তার আগে মেসির প্রশংসায় পঞ্চমুখ মার্তিনো। ইন্টার মায়ামির অধিনায়ক মেসির সঙ্গে বিশ্বকাপে আর্জেন্তিনার নেতা মেসির সাদৃশ্য খুঁজে পাচ্ছেন ইন্টার মায়ামি কোচ। তিনি বলেন, 'বিশ্বকাপে ও আর্জেন্তিনার হয়ে ঠিক যেমনটা করেছিল, এখানেও তেমনটাই করছে। মাঠ হোক বা মাঠের বাইরে, লিওর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা সাম্প্রতিক সময়ে সকলেই দেখেছেন। আমি বিশ্বকাপের সঙ্গে তুলনা টানছি, তার কারণ বিশ্বকাপই প্রমাণ করে দিয়েছে নেতা হিসাবে ও কতটা পরিপক্ক হয়ে উঠেছে। ও ফুটবল কেরিয়ারের শুরুর থেকে এখানকার নেতা মেসি সম্পূর্ণ আলাদা। তখন ও নিজের ফুটবলটা দিয়ে দলকে নেতৃত্ব দিত। এখন ও মাঠে তো নেতৃত্ব দিচ্ছেই, পাশাপাশি অনুশীলনেও তরুণদের পরামর্শ দিচ্ছে, দলের পরিকল্পনা কী ভাবে বাস্তবায়িত করা সম্ভব, সেই বিষয়ে নিজের পরামর্শ দিচ্ছে।'


মেসি ও মার্তিনোর সম্পর্ক বহু পুরনো। মেসিকে বার্সেলোনা এবং জাতীয় দল, আর্জেন্তিনার উভয়ের হয়েই অতীতে ম্যানেজ করেছেন মার্তিনো। ইন্টার কোচ বলেন, 'মেসি এখানে আসার পরেই প্রথমে বলেছিল এখানে লড়াই করতে এবং জিততে এসেছে ও। ওর চতুর্থ গোলটা (এফসি ড্যালাসের বিরুদ্ধে) সেটা প্রমাণ করে দেয়। ও গোল উদযাপন তো করে, কিন্তু সঙ্গে সঙ্গেই আবার পঞ্চম গোল করার লক্ষ্যে দলকে ঐক্য়বদ্ধ করে তোলে। এটা ওর মানসিকতার পরিচয়বাহক এবং এমন জিনিস কিন্তু দ্রুত সকলের মধ্যেই ছড়িয়ে পড়ে।'


মার্তিনোর উল্লেখিত গোলটি চলতি লিগস কাপ টুর্নামেন্টেই ম্যাচের একেবারে শেষের দিকে মেসির ফ্রি-কিক থেকে আসে। ওই গোলের সুবাদে ইন্টার মায়ামি ম্য়াচ ৪-৪ ড্র করে এবং পেনাল্টিতে নিয়ে যেতে সক্ষম হয়। সেখানে মেসি গোল করে দলকে টুর্নামেন্টের পরের রাউন্ডে পৌঁছে দেন।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: খাতায় কলমে এগিয়ে, তবুও ডার্বিতে প্রতিপক্ষ শিবিরকে হালকাভাবে নিতে নারাজ ফেরান্দো