নয়াদিল্লি: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলে হারাল লাওনেল স্কালোনি নেতৃত্বাধীন আর্জেন্তিনা। এদিন হ্যাট-ট্রিক করেন আর্জেন্তাইন স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। এই ম্যাচের আগে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-০ গোলে হারায় মেক্সিকোে। ফলে, আর্জেন্তিনার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স আশা করা হয়েছিল কোচ তাতা মার্তিনোর ছেলেদের থেকে। কিন্তু, আর্জেন্তিনা প্রতিপক্ষকে কোনও সুযোগই দেয়নি।
অন্য ম্যাচে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে মার্কিন যুক্তরাষ্ট্র, পেরুর কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল এবং চিলিকে ২-১ গোলে হারিয়ে দেয় হন্ডুরাস।
৫০ মিনিটে গোল করে উরুগুয়েকে এগিয়ে দেন ব্রায়ান রড্রিগেজ। ৭৯ মিনিটে নিজের প্রথম আন্তর্জাতিক গোল করে আমেরিকাকে সমতায় ফেরান জর্ডান মরিস। পিছিয়ে পড়েও চিলিকে ২-১ গোলে হারাল অপেক্ষাকৃত কম শক্তিশালী হন্ডুরাস। প্রথমে ১৯ মিনিটে গোল করে চিলিকে এগিয়ে দেন আলফোন্সো পারোট। পরে হন্ডুরাসকে ৭৩ মিনিটে সমতায় ফেরান অ্যালবার্থ এলিস। ৮০ মিনিটে হন্ডুরাসের হয়ে জয়সূচক গোল করেন জনাথন টোরো।
অন্যদিকে, ব্রাজিলের ১৭ ম্যাচের অপরাজেয় দৌড় শেষ করল পেরু। ৮৫ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন পেরুর আব্রাম। এদিন নেইমার, জুনিয়র, পুকাস ও ব্রুনো-খচিত ব্রাজিল দল পেরুর গোলমুখে আটকে যায়। প্রসঙ্গত, এর আগে, কোপা আমেরিকার ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। এদিন তার মধুর প্রতিশোধ নিল তারা।
আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মেক্সিকোকে ৪-০ গোলে হারাল আর্জেন্তিনা, হারল ব্রাজিল, চিলি
Web Desk, ABP Ananda
Updated at:
12 Sep 2019 04:31 PM (IST)
উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে মার্কিন যুক্তরাষ্ট্র, পেরুর কাছে ১-০ গোলে হেরে যায় ব্রাজিল এবং চিলিকে ২-১ গোলে হারিয়ে দেয় হন্ডুরাস।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -