কলকাতা: লেজেন্ডস লিগ ক্রিকেটে ফিরছে সুপার-সাব। শুক্রবার ইডেন গার্ডেন্সে (Eden Gardens) একটি বেনিফিট ম্যাচে মুখোমুখি ইন্ডিয়া মহারাজাস ও টিম ওয়ার্ল্ড জায়ান্টস। সেই ম্যাচেও থাকছে সুপার সাব নিয়ম।


আর এই নিয়মের হয়ে জোরাল সওয়াল করলেন রবি শাস্ত্রী। লেজেন্ডস লিগ ক্রিকেটে ম্যাচ কমিশনারের দায়িত্বে রয়েছেন শাস্ত্রী। তিনি বলেছেন, 'খেলাটার প্রত্যেক মুহূর্তে বিবর্তন হচ্ছে। কে বলতে পারে আন্তর্জাতিক পর্যায়ে শীঘ্রই এই নিয়ম ফের চালু হবে না! আর আইপিএল, বিগ ব্যাশ লিগের মতো টুর্নামেন্ট হচ্ছে এই নিয়ম পরীক্ষামূলকভাবে দেখার মঞ্চ।'


লেজেন্ডস লিগ ক্রিকেটে সুপার সাব নিয়মে প্রত্যেক ইনিংসে ১০ ওভারের পর একজন ক্রিকেটারকে পরিবর্ত হিসাবে ব্যবহার করার নিয়ম রয়েছে। তবে দলগুলিকে ম্যাচ শুরু হওয়ার আগেই সেই ক্রিকেটারের নাম ঘোষণা করতে হবে।


 




২ তারকার প্রত্যাবর্তন


চোট-আঘাতে জর্জরিত ছিলেন দু'জনই। সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টিতে (Syed Mushtaq Ali Trophy) বাইশ গজে প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন ওয়াশিংটন সুন্দর ( Washington Sundar) ও টি নটরাজন (T Natarajan), দুই তারকাই।


সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য তামিলনাড়ুর দল ঘোষণা করা হয়েছে। বিজয় শঙ্করের পরিবর্তে অধিনায়ক করা হয়েছে বাবা অপরাজিতকে। সেই সঙ্গে দলে ফেরানো হয়েছে ফিট হয়ে ওঠা ওয়াশিংটন সুন্দরকে। তাঁকে দলের সহ অধিনায়ক করা হয়েছে।


গুজরাত টাইটান্সের হয়ে আইপিএলে খেলেছিলেন বিজয়। কিন্তু তিনি কাঁধে চোট পান। তাঁর অস্ত্রোপচারও হয়। এখনও ফিট হননি বিজয়। ২০২০-২১ সালে অস্ট্রেলিয়া সফরে নজর কেড়েছিলেন টি নটরাজন। কিন্তু তারপর থেকেই হাঁটুর চোটে ভুগছেন। তবে তিনিও সৈয়দ মুস্তাক আলি ট্রফির তামিলনাড়ু দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন। খেতাব রক্ষার লড়াইয়ে নামা তামিলনাড়ুর বোলিং আক্রমণকে নেতৃত্ব দেবেন নটরাজনই। ২০২২ সালের আইপিএলের পর থেকে আর কোনও ম্যাচ খেলেননি নটরাজন।


আরও পড়ুন: ফ্রাঞ্চাইজি লিগ খেলতে আগ্রহী, নিউজিল্যান্ডের বার্ষিক চুক্তি প্রত্যাখ্যান করলেন তারকা অলরাউন্ডার