করাচি: পাকিস্তান এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি জেতায় দল নির্বাচন কমিটির চেয়ারম্যান ইনজামাম উল হককে এক কোটি টাকা পুরস্কার দিয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। অন্য নির্বাচকদের দেওয়া হয়েছে ১০ লক্ষ টাকা করে। অন্যান্য নির্বাচকদের তুলনায় ইনজামামকে ১০ গুণ বেশি অর্থ দেওয়ার সিদ্ধান্তের সমালোচনায় সরব পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। ইনজামাম সেই সমালোচনার জবাব দিয়েছেন। তিনি সমালোচকদের পাল্টা আক্রমণ করেছেন।


পাকিস্তানের প্রাক্তন প্রধান নির্বাচক মহসিন খান বলেন, ইনজামামকে এত বেশি অর্থ দেওয়ার কোনও মানে হয় না। তিনি কোচ মিকি আর্থারের দ্বিগুণ অর্থ পেয়েছেন। ইনজামাম সহ সব নির্বাচক যে অর্থ পেয়েছেন, সেই অর্থ একত্রিত করে সবার মধ্যে সমান ভাগ করে দেওয়া উচিত।

এই সমালোচনার পাল্টা হিসেবে ইনজামাম বলেছেন, ‘আমরা পুরস্কার চাইনি। অকারণে যেভাবে এই বিষয়টি নিয়ে কথা হচ্ছে, সেটা অত্যন্ত হতাশাজনক। নির্বাচকদের কাজের জন্য কৃতিত্ব প্রাপ্য। নির্বাচক কমিটি যে দল গড়েছিল সেই দল গত বছর ইংল্যান্ডে টেস্ট সিরিজ ড্র করে, ৭০ বছর পরে ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জেতে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে। নির্বাচক কমিটিই সরফরাজ আহমেদকে একদিনের দলের অধিনায়ক নির্বাচিত করার পরামর্শ দিয়েছিল।’