করাচি: বেশ কয়েকদিন ধরেই চলছে বিরাট কোহলি বনাম বাবর আজম বিতর্ক। এবার সেই বিতর্কের রায় দিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান ইনজামাম-উল-হক।


বাবর নিজে চান না তাঁর সঙ্গে কোহলির তুলনা হোক। বিষয়টা নিয়ে বিব্রত পাকিস্তানের তরুণ ব্যাটসম্যান জানিয়েছিলেন, টিম ইন্ডিয়া অধিনায়কের সঙ্গে নয়, তিনি চান লোকে তাকে স্বদেশী কিংবদন্তি জাভেদ মিঁয়াদাদ, ইনজামাম বা ইউনিস খানদের সঙ্গে তুলনা হোক।

কোহলি-বাবর তুলনার প্রসঙ্গ টেনে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক এবং প্রধান নির্বাচক ইনজামাম বলেছেন, ‘বাবর শুরুতে টেস্ট ক্রিকেটে লড়াই করেছে। কিন্তু ওর দক্ষতা নিয়ে আমাদের কোনও সন্দেহ ছিল না।’ ইনজামাম আরও বলেছেন, ‘বিরাট কোহলির সঙ্গে সব সময় তুলনা করা হয় বাবরের। কিন্তু বাবরকে আরও অনেক ক্রিকেট খেলতে হবে। পরিসংখ্যান এবং পারফর্ম্যান্স দেখলে বোঝা যাবে, এখনও পযর্ন্ত বাবর মোটেও খারাপ করেনি।’