ল্যুসান (সুইৎজারল্যান্ড): রিও অলিম্পিকে রাশিয়ার গোটা দলকে নিষিদ্ধ করার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারল না আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)। ডোপিংয়ের দায়ে কোন অ্যাথলিটদের নিষিদ্ধ করা হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ভার সংশ্লিষ্ট ক্রীড়া অ্যাসোসিয়েশনগুলির উপরেই ছেড়ে দিয়েছে আইওসি।

 

রাশিয়ার অ্যাথলিটদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আইওসি-র এগজিকিউটিভ বোর্ডের বৈঠক ছিল। তিন ঘণ্টারও বেশি সময় ধরে এই বৈঠক চলে। সেই বৈঠকের পর আইওসি প্রেসিডেন্ট টমাস বাখ বলেছেন, রাশিয়ার অ্যাথলিটদের নিষিদ্ধ করার দায়িত্ব সবারই নেওয়া উচিত। তাছাড়া সব অ্যাথলিটকে নিষিদ্ধ করার বদলে যাঁরা ডোপিং করেছেন, শুধু তাঁদেরই নিষিদ্ধ করার পক্ষে আইওসি।

 

ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি (ওয়াডা) সহ বিভিন্ন ডোপ-বিরোধী সংস্থা রাশিয়ার গোটা দলকেই রিও অলিম্পিকে নিষিদ্ধ করার সুপারিশ করেছিল। কিন্তু সেই সুপারিশ মানতে নারাজ আইওসি। রাশিয়ার ট্র্যাক অ্যান্ড ফিল্ড দলকে অবশ্য নিষিদ্ধ করা হয়েছে। তবে এই নিষেধাজ্ঞা জারি করেছে ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ অ্যাথলেটিক ফেডারেশন। অন্য ফেডারেশনগুলি আবেদন করলে রাশিয়ার বাকি প্রতিযোগীদেরও অলিম্পিকে নিষিদ্ধ করা হতে পারে বলে জানিয়েছে আইওসি। একইসঙ্গে বলা হয়েছে, রাশিয়াকে নিষিদ্ধ করা হলেও সেদেশের যে অ্যাথলিটরা শর্ত পূরণ করতে পারবেন, আইওসি-র পতাকা নিয়ে তাঁদের অলিম্পিকে যোগ দেওয়ার অনুমতি দেওয়া হবে।