হায়দরাবাদ: বর্তমান-প্রাক্তন একঝাঁক তারকার উপস্থিতিতে হল এবারের আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান। হাজির ছিলেন সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র সহবাগরা। আছেন আটটি দলের অধিনায়কও। সৌরভ, সচিন, সহবাগ ও লক্ষ্মণকে বিসিসিআই-এর পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল। রাহুল দ্রাবিড়কেও সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা ছিল বিসিসিআই-এর। কিন্তু দিল্লি ডেয়ারডেভিলসের মেন্টর এই অনুষ্ঠানে হাজির ছিলেন না।




উপ্পল স্টেডিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে দিলেন ব্রিটিশ মডেল ও অভিনেত্রী অ্যামি জ্যাকসন। তিনি বলিউডের ছবির কয়েকটি গানের তালে নেচে ওঠেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষ হওয়ার পরে এবার প্রথম ম্যাচ শুরু হওয়ার অপেক্ষা। মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ ও রানার্স রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, লোকেশ রাহুলের মতো তারকারা না থাকায় দুর্বল দল নিয়েই খেলতে নামছে আরসিবি। তবে তা সত্ত্বেও লড়াই করতে তৈরি ক্রিস গেইল, শেন ওয়াটসনরা। অন্যদিকে, ঘরের মাঠে জয় দিয়েই এবারের আইপিএল অভিযান শুরু করতে চান ডেভিড ওয়ার্নার, যুবরাজ সিংহরা।