নয়াদিল্লি: আইপিএল-এর ইতিহাসে এই প্রথম। দশম আইপিএল-এর উদ্বোধনের আগে বিরাট কোহলি, মহেন্দ্র সিংহ ধোনি, যুবরাজ সিংহ, ক্রিস গেইলদের বিশেষ ইমোজি প্রকাশ করল ট্যুইটার। # দিয়ে কোনও ক্রিকেটারের নাম লিখে সার্চ করলেই স্বয়ংক্রিয়ভাবে তাঁর ইমোজি দেখা যাবে। # দিয়ে আইপিএল লিখে সার্চ করলেও ক্রিকেটপ্রেমীরা দশম আইপিএল-এর বিশেষ ইমোজি দেখতে পাবেন।


বিসিসিআই-এর সিইও রাহুল জোহরি বলেছেন, ‘আমাদের যে তারকারা এই লিগকে উজ্জ্বল করে তোলেন, তাঁদের এই সাফল্য উদযাপন করার জন্যই বিশেষ ইমোজি প্রকাশ করেছে ট্যুইটার। ক্রিকেটারদেরই এই ইমোজি উৎসর্গ করা হয়েছে। আইপিএল-এর নতুন মরসুম শুরু হওয়ার জন্য আর তর সইছে না।’