নয়াদিল্লি: দশম আইপিএল-এর প্রথম তিনটি ম্যাচেই টেলিভিশন ও ইন্টারনেটে দর্শক সংখ্যার বিচারে নতুন রেকর্ড হল। ১৮৫.৭ মিলিয়ন দর্শক এবারের আইপিএল-এর প্রথম তিনটি ম্যাচ দেখেছেন বলে জানা গিয়েছে। দর্শকরা গড়ে ৭২ মিনিট ধরে আইপিএল দেখছেন। এটা আইপিএল-এর এক দশকের ইতিহাসে সর্বকালীন রেকর্ড।
এ বছর আইপিএল-এ দর্শক সংখ্যা বিচারের ক্ষেত্রে বৈপ্লবিক রদবদল করা হয়েছে। ফলে গত বছরের দর্শক সংখ্যার সঙ্গে বিচার করা ন্যায্য না-ও হতে পারে। তবে হিসেব বলছে, গত বছর প্রথম তিনটি ম্যাচে ১৬০.৭ মিলিয়ন দর্শক ছিল। দর্শকরা গড়ে ৪৬ মিনিট খেলা দেখেছিলেন। এবার সেটা অনেকটাই বেড়ে গিয়েছে।
এবারের আইপিএল-এর প্রথম ম্যাচ থেকেই জমজমাট লড়াই দেখা যাচ্ছে। প্রতিটি ম্যাচেই তীব্র প্রতিদন্দ্বিতা দেখা যাচ্ছে। দর্শকরা তারিয়ে তারিয়ে সেই লড়াই উপভোগ করছেন। পর্যবেক্ষকদের মতে, সেই কারণেই দর্শক সংখ্যা বেড়ে গিয়েছে।
আইপিএল-এ দর্শক সংখ্যার হিসেবে নতুন রেকর্ড
Web Desk, ABP Ananda
Updated at:
13 Apr 2017 07:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -