আইপিএলের ইতিহাসে সর্বাধিক রান সংগ্রহকারী পাঁচ ব্যাটসম্যান
বিরাট কোহলি- টিম ইন্ডিয়া ও বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের অধিনায়ক তালিকার শীর্ষে রয়েছেন। তাঁর মোট রান ৪১১০। এরমধ্যে রয়েছে চারটি সেঞ্চুরি, ২৬ হাফসেঞ্চুরি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসুরেশ রায়না-আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় দ্বিতীয় সুরেশ রায়না। ১ সেঞ্চুরি ও ২৮ টি হাফসেঞ্চুরির সাহায্যে ৪০৯৮ রান করেছেন তিনি।
রোহিত শর্মা- টিম ইন্ডিয়ার বিস্ফোরক ব্যাটসম্যান তথা মুম্বই ইন্ডিয়ান্সের ওপেনার আইপিএলে তৃতীয় সর্বাধিক রান সংগ্রহকারী। ১ সেঞ্চুরি ও ২৯ অর্ধশতক সহ ৩৮৭৪ রান করেছেন তিনি।
গৌতম গম্ভীর- কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক গৌতম গম্ভীর আইপিএলের সবচেয়ে সফল ব্যাটসম্যানদের অন্যতম। ৩১ অর্ধশতরান সহ ৩৬৩৪ রান করেছেন তিনি। তাঁর নেতৃত্ব কলকাতা টুর্নামেন্টে চ্যাম্পিয়নও হয়েছে।
ক্রিস গেইল- আইপিএলে বিস্ফোরক ব্যাটসম্যানদের নাম মনে করলেই যে নামটা প্রথমে মনে ভেসে আসবে তিনি হলেন বিধ্বংসী ক্যারিবিয়ন ওপেনার ক্রিস গেইল। আইপিএলে ২০ টি হাফসেঞ্চুরি ও ৫ টি সেঞ্চুরির সাহায্যে ৩৪২৬ রান করেছেন তিনি।
গত ৯ বছর ধরে ক্রিকেট-প্রেমীদের মনোরঞ্জন করছে আইপিএল। কয়েকদিনের মধ্যেই শুরু হচ্ছে দশম আইপিএল। এই টুর্নামেন্টে সারা বিশ্বের খেলোয়াড়রাই তাঁদের দক্ষতা দেখিয়েছেন। আরও একবার সেরা পাঁচ ব্যাটসম্যান তাঁদের ব্যাটিংয়ে ঝড় তোলার জন্য প্রস্তুত হচ্ছেন। একনজরে দেখে নেওয়া যাক, ওই পাঁচ ব্যাটসম্যানের রেকর্ড।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -