বেঙ্গালুরু: দশম আইপিএল-এর নিলামের শুরুতেই চমক। ১৪.৫ কোটি টাকা দিয়ে ইংল্যান্ডের অলরাউন্ডার বেন স্টোকসকে দলে নিল রাইজিং পুণে সুপারজায়ান্টস। আইপিএল-এর ইতিহাসে স্টোকসই সবচেয়ে দামী বিদেশি ক্রিকেটার। এর আগে এই রেকর্ড ছিল শেন ওয়াটসনের দখলে। তিনি ৯.৫ কোটি টাকা পেয়েছিলেন। আজ তাঁকে ছাপিয়ে গেলেন স্টোকস। ৩ কোটি টাকায় কিংস ইলেভেন পঞ্জাবে গেলেন তামিলনাড়ুর তরুণ বাঁ হাতি সিমার টি নটরাজন। লেগব্রেক বোলার কর্ণ শর্মাকে ৩.২ কোটি টাকায় দলে নিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স।


আফগানিস্তানের প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএল-এ সুযোগ পেলেন মহম্মদ নবি। তাঁকে ৩০ লক্ষ টাকা দিয়ে দলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। তবে এবারের নিলামের চমক আফগান লেগব্রেক বোলার রশিদ খান। ৪ কোটিতে তাঁকে দলে নিয়েছে হায়দরাবাদ।

এই নিলামে দ্বিতীয় সর্বোচ্চ দর পেলেন টাইমাল মিলস। ইংল্যান্ডের এই ক্রিকেটারকে ১২ কোটি টাকায় কিনল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ট্রেন্ট বোল্টকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল কলকাতা নাইট রাইডার্স। কাগিসো রাবাদাকে ৫ কোটি টাকা দিয়ে দলে নিল দিল্লি ডেয়ারডেভিলস। ভারতীয় এ দলের হয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ভাল পারফরম্যান্স দেখানো কৃষ্ণাপ্পা গৌতমকে দু কোটি টাকা দিয়ে কিনেছে মুম্বই ইন্ডিয়ান্স। ক্রিস উকসকে ৪.২ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে কেকেআর। ঋষি ধবনও এবারের আইপিএল-এ খেলবেন কলকাতার হয়ে। তাঁর দর ৫৫ লক্ষ টাকা।

অন্যান্য ক্রিকেটারদের মধ্যে ইয়ন মর্গ্যানকে দু কোটি টাকা দিয়ে কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব। গত আইপিএল-এ ৮.৫ কোটি দর পাওয়া পবন নেগিকে এবার মাত্র এক কোটি টাকা দিয়ে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অ্যাঞ্জেলো ম্যাথিউজকে দু কোটি টাকায় কিনল দিল্লি ডেয়ারডেভিলস। কোরে অ্যান্ডাহরসনকেও নিয়েছে দিল্লি। তাঁর দল এক কোটি টাকা। মিচেল জনসনকে দু কোটি টাকায় কিনল মুম্বই ইন্ডিয়ান্স। ৪.৫ কোটি টাকায় প্যাট কামিন্সকে কিনেছে দিল্লি ডেয়ারডেভিলস। পেসার বরুণ অ্যারনকে ২.৮ কোটি টাকায় কিনেছে কিংস ইলেভেন পঞ্জাব।

অবিক্রিত খেলোয়াড়দের মধ্যে আছেন ইশান্ত শর্মা, চেতেশ্বর পূজারা, ইমরান তাহির, প্রজ্ঞান ওঝা, ইশ সোধি, ব্র্যাড হগ, শন অ্যাবট, ক্রিস জর্দান, ইরফান পাঠান, রস টেলর, জেসন রয়, মার্টিন গাপটিল ও কাইল অ্যাবট।