এর আগে একটি সংবাদমাধ্যমকে সৌরভ বলেছিলেন যে, ধোনি ভালো টি-২০ ক্রিকেটার কিনা, সে ব্যাপারে তিনি নিশ্চিত নন। একদিনের ম্যাচে অসাধারণ ধোনি। কিন্তু টি-২০ ক্রিকেটে গত ১০ বছরে ধোনি মাত্র একটি হাফসেঞ্চুরি করতে পেরেছেন। এটা খুব একটা ভালো রেকর্ড নয়।
হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচের পর সুশান্ত সিংহর ট্যুইট, ‘ধোনি... নয়..আপনারা কী বলেন??এখন সেই বিশেষজ্ঞরা কোথায়। মাহির জন্য গর্বিত’।
সুশান্ত সিংহর ট্যুইটে সৌরভের নাম উল্লেখ করা হয়নি। কিন্তু তাঁর কটাক্ষের লক্ষ্য যে সৌরভ, তা খুবই স্পষ্ট।
হায়দরাবাদের বিরুদ্ধে ধোনির ৩৪ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস পুনেকে জিতিয়ে দেয়। অনেকদিন পর ফিনিসার মাহিকে দেখা গিয়েছে ওই ম্যাচে। ওই ইনিংসের পর ভারতের অধিনায়ক কোহলিও ধোনির প্রশংসায় পঞ্চমুখ। তাঁর ট্যুইট, ‘বছরের পর বছর ধরে যা করে এসেছেন, তাই-ই করলেন এমএস ধোনি। কী অসাধারণ ইনিংস। দেখে দারুন লাগল’।