কোহলির কোলে এ কার মেয়ে!
এবার কোহলির কোলে হিনায়া। এর আগেও টিম ইন্ডিয়ার সহখেলোয়াড়দের সন্তানদের সঙ্গে সময় কাটিয়েছেন কোহলি। টি-২০ বিশ্বকাপ চলাকালে মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জিভাকে কোলে নিয়ে তোলা তাঁর সেলফি ভাইরাল হয়ে গিয়েছিল। লিখেছিলেন, জিভা আমার ফোনটা দেখছে আর ভাবছে এটা কীভাবে ব্যবহার করা যায়।হাহা..দারুন মিষ্টি ও আদরের। ওরা অবিশ্বাস্যরকম কতটা আপন হতে পারে।ওদের নিরীহ মুখের দিকে তাকিয়ে সব কিছু ভোলা যায়। দারুন ভালো লেগেছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি সেলফি তুললেন এক শিশুকে কোলে নিয়ে। সেই ছবি নিজের ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে শেয়ারও করলেন তিনি। আইপিএলে তাঁর দল আরসিবি এবারের টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্সের কাছে হেরে। কিন্তু কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেই প্রসঙ্গ নেই। তিনি গত মঙ্গলবার শুধু ওই ছবিটি শেয়ার করেছেন। এই শিশুটি ভারতীয় দলের ক্রিকেটার হরভজন সিংহের মেয়ে হিনায়া। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলছেন ভাজ্জি। হিনায়াকে কোলে নিয়ে তোলা সেলফিটিই শেয়ার করেছেন কোহলি।ছবি পোস্ট করে কোহলি লিখেছেন, হিনায়া আমার দাড়িতে কিছু একটা খুঁজছে বোধহয়। কেউ এত মিষ্টি ও সুন্দর কী করে হয়, তা ভেবে আমি অবাক।
যুবরাজ সিংহও ভাজ্জির মেয়ের সঙ্গে তোলা ছবি শেয়ার করেছেন।
ভাজ্জির মেয়ে এর আগে সচিন তেন্ডুলকরের কোলেও দেখা গিয়েছে। ছবিতেই স্পষ্ট,হিনায়ার দুষ্টুমি দারুন উপভোগ করেছেন মাস্টার-ব্লাস্টার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -