পঞ্জাবের বিরুদ্ধে জয়ের পর মাঠেই মেয়ে জিভার সঙ্গে কিছুটা মজাদার সময় কাটালেন মাহি।
গ্যালারিতে মা সাক্ষীর সঙ্গে বসে বাবার খেলা দেখেছে জিভা। এরপর খেলা শেষে বাবাকে পেয়ে খেলায় মেতে উঠল জিভা। বাবা ও মেয়ের ওই মজার মুহূর্তের ভিডিও সিএসকে তাদের ট্যুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছে।
ধোনি এ পর্যন্ত এবারের আইপিএলে ১৪ ম্যাচে ৪৪৬ রান করেছেন। গড় ৮৯.২০। করেছেন তিনি হাফসেঞ্চুরি।
টি ২০ ক্রিকেটে পঞ্চম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে ৬০০০ রান সংগ্রহের কৃতিত্ব অর্জন করেছেন।