কলকাতা:  জয় দিয়ে চলতি বছরের আইপিএল অভিযান শুরু করল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। রবিবাসরীয় ইডেন গার্ডেন্সে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে (আরসিবি) ৪ উইকেটে হারিয়ে দিল নাইটরা।


গৌতম গম্ভীরের জায়গায় চলতি বছর দীনেশ কার্তিককে অধিনায়ক নির্বাচিত করে দল। অভিষেক ম্যাচ জিতে মালিকদের কাছে কার্তিক এই বার্তা দিতে সক্ষম হলেন যে তাঁকে নেতা বেছে ভুল করা হয়নি।


প্রথম খেলাই ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে হওয়ায় উদ্দীপ্ত নাইট শিবির।  তার ওপর উপস্থিত ছিলেন মালিক শাহরুখ খান। তাঁর সামনে ভাল পারফরম্যান্স মেলে ধরেন নাইট ক্রিকেটাররা।


এদিন টসে জিতে প্রতিপক্ষকে প্রথম ব্যাট করতে পাঠান কার্তিক। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটর বিনিময়ে ১৭৬ রান তোলে ব্যাঙ্গালোর। আরসিবি-র হয়ে ভাল রান করেছেন ব্রেন্ডন ম্যাকালাম (৪৩), এবি ডি ভিলিয়ার্স (৪৪), মনদীপ সিংহ (৩৭) এবং অধিনায়ক (৩১)। কলকাতার হয়ে ভাল বল করেছেন নীতীশ রানা (২/১১) এবং বিনয় কুমার (২/৩০)।



জবাবে, ৭ বল বাকি থাকতে ৬ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় সোনালী-বেগুনি ব্রিগেড। কলকাতার হয়ে ভাল রান করেন নারিন (৫০), নীতীশ রানা (৩৪) ও কার্তিক (৩৫ অপরাজিত)। ব্যাঙ্গালোরের হয়ে সর্বোচ্চ তিন উইকেট (৩৬ রান) নেন ক্রিস ওকস। উমেশ যাদব ও ওয়াশিংটন সুন্দর নেন যথাক্রমে ২ এবং ১টি উইকেট।


২০১৮ সালের আইপিএলে দীনেশ কার্তিকের নেতৃত্বে প্রথমবার মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। প্রতিপক্ষ বিরাট কোহলির নেতৃত্বাধীন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।



কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারিন, ক্রিস লিন, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিক, নীতীশ রানা, রিঙ্কু সিংহ, আন্দ্রে রাসেল, পীযূষ চাওলা, বিনয় কুমার, মিচেল জনশন, কুলদীপ যাদব।


রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: কুইন্টন ডি কক, ব্রেন্ডন ম্যাকালাম, বিরাট কোহলি, এবি ডিভিলিয়ার্স, সরফরাজ খান, মনদীপ সিংহ, ওয়াশিংটন সুন্দর, ক্রিস ওকস, কুলবন্ত খেজরোলিয়া, উমেশ যাদব ও যুযবেন্দ্র চহাল।