প্রথমে কার প্রেমে পড়েছিলেন, জানালেন ধোনি
Web Desk, ABP Ananda | 09 May 2018 04:39 PM (IST)
পুণে: চেন্নাই সুপার কিংসের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বরাবরই শান্ত মেজাজের। মাঠের মতোই মাঠের বাইরেও তাঁকে এভাবেই দেখা যায়। বরাবরই ব্যক্তিগত জীবন লোকচক্ষুর আড়ালে রাখতে পছন্দ করেন তিনি। তাঁর বায়োপিকে জীবনের অনেক ঘটনা দেখানো হলেও, বিশেষ কয়েকটি বিষয় আড়ালেই ছিল। তবে ধোনি নিজেই এবার তাঁর জীবনের অন্যতম একটি ঘটনার কথা জানালেন। গতকাল একটি অনুষ্ঠানে হাজির ছিলেন ধোনি ও চেন্নাই সুপার কিংসে তাঁর সতীর্থ শেন ওয়াটসন, সুরেশ রায়না, রবীন্দ্র জাডেজারা। সেখানেই ধোনিকে প্রশ্ন করা হয়, তাঁর প্রথম প্রেম কে ছিলেন? প্রথমে ইতস্তত করলেও, পরে চেন্নাইয়ের অধিনায়ক জানান, ১৯৯৯ সালে দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় স্বাতী নামে একটি মেয়ের প্রেমে পড়েন তিনি। মজার ছলে ধোনি আরও বলেন, তাঁর স্ত্রীকে যেন কেউ এ কথা না বলেন। স্ত্রী সাক্ষী ও মেয়ে জিভাকে নিয়ে সুখে সংসার করছেন ধোনি। তিনি চলতি আইপিএল-এ অসাধারণ ফর্মে আছেন। তাঁর দলও ভাল জায়গায় আছে। চেন্নাইয়ের প্লে-অফে যাওয়া প্রায় নিশ্চিত।