নয়াদিল্লি: এবারের আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি চেন্নাই সুপার কিংস। এর আগের ম্যাচে কিংস ইলেভেন পঞ্জাবকে হারিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান নিশ্চিত করেছে মহেন্দ্র সিংহ ধোনির দল। এরইমধ্যে ধোনির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ভিডিও-তে জিভাকে তার বাবা ধোনির টুপি নিয়ে খেলা করতে দেখা গিয়েছে। এরইমধ্যে জিভার আরও একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে জিভাকে ফটো তোলায় ঘোরতর আপত্তি জানাতে দেখা গিয়েছে। জিভার আধো আধো গলায় বিরক্তি প্রকাশের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তা পেয়েছে। যখন ধোনির অনুরাগীরা তাঁর ছবি তুলেই যাচ্ছিল, তখন জিভা আঙুল উঁচিয়ে ফটো তুলতে বারণ করছে।
ভিডিও জিভাকে ডাল-ভাত খেতে দেখা যাচ্ছে। সেখানে পৌঁছে যান ধোনির অনুরাগীরা। খাওয়ার সময় ছবি তোলার হিড়িক দেখে খুবই বিরক্ত হয়ে যায় জিভা। রেগে গিয়ে সে বলতে থাকে- নো ফটো, নো ফটো।
ধোনির অনুরাগীরা এরপরও ছবি তুলতে থাকেন। ছবি তোলা বন্ধ না হওয়া পর্যন্ত জিভা খাবার মুখে তোলেনি।




উল্লেখ্য, এবার আইপিএলে বাবার দল চেন্নাই সুপার কিংসের প্রত্যেকটি ম্যাচেই গ্যালারিতে দেখা গিয়েছে ধোনির মেয়ে জিভাকে।