১৭ তম ওভারে মহম্মদ সামির দুরন্ত ইয়র্কার রাসেলের স্ট্যাম্প ছিটকে যায়। কিন্তু আম্পায়ার নো বল ঘোষণা করেন। আর সেই নো বল ডাকার কারণ জেনে অনেকেই অবাক হয়ে যান। আসলে ওই সময় ৩০ গজ বৃত্তের ভেতরে চারজন ফিল্ডার রাখা বাধ্যতামূলক ছিল। কিন্তু পঞ্জাবের একজন ফিল্ডার বৃত্তের ভেতরে কম থাকায় আম্পায়ার নো বল ডাকেন। রাসেল তখন ৩ রানে ব্যাট করছিলেন। এরপর আর ফিরে তাকাননি রাসেল। ১৭ বলে ৪৮ রানের ইনিংস খেলে দলের স্কোর ২১৮ তে পৌঁছে দেন তিনি।
ম্যাচের পর ওই নো বলের জন্য দায় নিজের ঘাড়ে নিয়েছেন পঞ্জাবের অধিনায়ক অশ্বিন। তিনি বললেন, অধিনায়ক হিসেবে দায়টা তাঁকেই নিতে হবে।
অশ্বিন বলেছেন, আমরা ছোটখাটো ব্যাপারগুলি খেয়ার করিনি। আর এই ফর্ম্যাটে এই ভুলগুলির খেসারত দিতে হয়।
অশ্বিন বলেছেন, ফিল্ডিংয়ের নিয়মের ব্যাপারটি তাঁর মাথায় রাখা উচিত ছিল।
ম্যাচের পর এই ঘটনা নিয়ে কিছুটা রসিকতা করেছেন রাসেল। তিনি বলেছেন, কিংস ইলেভেন পঞ্জাবের যে প্লেয়ার ৩০ গজ বৃত্তের ভেতরে দাঁড়িয়েছিলেন, তাকে ধন্যবাদ। আউট হয়ে যখন ফিরছিলাম, তখন ডাগ আউট থেকে আমাকে ইঙ্গিতে বলা হয়, ওটা নো বল। তখন কায়মনোবাক্যে প্রার্থনা করছিলাম, ওটা নো-বলই হয়।