নয়াদিল্লি: সময়ের চাকা যেন উল্টো দিকে ঘুরিয়ে দিয়েছেন অভিজ্ঞ স্পিনার হরভজন সিংহ। চলতি আইপিএলে বলকে যেন কথা বলাচ্ছেন এক সময়ের ভারতীয় দলের নির্ভরযোগ্য বোলার। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট তুলে নিচ্ছেন। গত ১০ বছরের মধ্যে অষ্টমবার টুর্নামেন্টের ফাইনালে চেন্নাই সুপার কিংসের ওঠার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন ভাজ্জি। চলতি আইপিএলে ৩৮ বছরের ভাজ্জির বোলিং দেখে মুগ্ধ অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার ব্রেট লি। তিনি বলেছেন, বোলিংয়ের সময় প্রচুর আত্মবিশ্বাসী লাগছে ভাজ্জিকে।
লি বলেছেন, কোনও নির্দিষ্ট ব্যাটসম্যানের বিরুদ্ধে বলটা ঠিক কোথায় ফেলতে হবে, তা খুব ভালো করে তা জানে। ও দু্র্দান্ত বোলিং করছে। বল হাতে ওকে বিপজ্জনক লাগছে। ওর এই দাপট দেখে খুব ভালো লাগছে। আর এটাই বুঝিয়ে দেয় যে, বলের ওপর ওর নিয়ন্ত্রণ দারুণ। ও আত্মবিশ্বাসের সঙ্গে বোলিং করছে।
দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে কোয়ালিফায়ার ২ ম্যাচে চার ওভারে দুই উইকেট নিয়েছেন ভাজ্জি। এ ধরনের আঁটোসাঁটো বোলিংয়ের কারণেই চেন্নাই দিল্লিকে ১৪৭ রানে বেঁধে রাখতে সক্ষম হয়। এরপর ওই রান তাড়া করতে নেমে ছয় উইকেটে ম্যাচ জিতে ফাইনালে পৌঁছয় চেন্নাই সুপার কিংস।
দিল্লির বিরুদ্ধে ম্যাচে দুটি উইকেট নিয়ে ভাজ্জি আইপিএলে তৃতীয় ভারতীয় বোলার হিসেবে দেড়শ উইকেট নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন।
কিংস ইলেভেন পঞ্জাবের কোট মাইক হেসন বলেছেন, বাঁহাতি ও ডানহাতি উভয় ব্যাটসম্যানদের বিরুদ্ধে ও সাবলীল। এটাই দেখিয়ে দেয় ও কতটা ভালো বোলার। বাঁহাতি ও ডানহাতি-উভয় ব্যাটসম্যানকেই ও লেগ বিফোর করতে পারে।
চলতি আইপিএলে এখনও পর্যন্ত ১০ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন তিনি।