চেন্নাই: মঙ্গলবার চেন্নাইয়ের চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স ও চেন্নাই সুপার কিংস। লড়াই লিগ টেবিলের এক আর দুইয়ের। কলকাতা জিতলে তারা শীর্ষেই থাকবে, আর নাইটরা হারলে একে উঠে আসবে চেন্নাই। ৫ ম্যাচ খেলে দুই দলই ৪টি করে ম্যাচ জিতেছে। দুই দলেরই পয়েন্ট ৮। এই পরিস্থিতিতে কোন দল এগিয়ে তা দাড়িপাল্লায় মেপে বলা মুশকিল। তবে ক্যারিবিয়ান তারকারা যে ফর্মে রয়েছে তাতে কিছুটা হলেও চিন্তায় চেন্নাই থিঙ্ক ট্যাঙ্ক। বিশেষ করে আন্দ্রে রাসেলের ফর্ম চিন্তা বাড়িয়েছে ধোনিদের ।


চেন্নাইয়ের হেড কোচ স্টিফেন ফ্লেমিং অবশ্য বলছেন, রাসেলকে নিয়ে বেশি ফোকাস করছেন না। তাঁর কথায়, রাসেল ছাড়াও কলকাতার দলে ক্রিস লিন, রবিন উথাপ্পা, দীনেশ কার্তিকের মতো ক্রিকেটার রয়েছে, যারা ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। ফ্লেমিং মনে করেন, একজন ক্রিকেটারকে নিয়ে বেশি পরিকল্পনা করতে গিয়ে অনেক সময়ই বাকিদের নিয়ে ভাবা হয় না । আর এটা অনেক ক্ষেত্রেই বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।


আইপিএলের শুরু থেকেই এবার চর্চায় চেন্নাইয়ের স্পিন আক্রমণ। হরভজন সিংহ, ইমরান তাহিরের মতো সিনিয়ররা যে  ভেল্কি দেখিয়েছেন তাতে বিস্মিত অনেকেই। প্রথম ম্যাচ টার্বুনেটর হরভজনের ভেল্কিতেই লুটোপুটি খেয়েছিল আরসিবি। এরপর এক এক করে দিল্লি, রাজস্থান, পঞ্জাব জয় করেছে তারা। হেরেছে শুধু মুম্বইয়ের কাছে। এবার সামনে কলকাতা। নারিন, লিন, রাসেলের বিরুদ্ধেও স্পিন আক্রমণকে সম্বল করতে পারে চেন্নাই। যদিও স্টিফেন ফ্লেমিংয়ের সাফ কথা, পরিস্থিতি অনুযায়ীই পরিকল্পনা করা হবে।