ভদোদরা ক্রাইম ব্র্যাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার জয়দীপ সিংহ জাডেজা জানিয়েছেন, ‘আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন বেটিংয়ের অভিযোগে একটি ক্যাফে থেকে আরোঠে সহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ক্যাফেটির মালিক আরোঠে সহ তিনজন। অন্য দুই মালিক হেমাঙ্গ পটেল ও নিশ্চল শাহকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। বাবা নামে এক ব্যক্তির সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল। এখনও বাবার খোঁজ মেলেনি।’
আইপিএল-এ বেটিংয়ের অভিযোগে গ্রেফতার জাতীয় মহিলা দলের প্রাক্তন কোচ সহ ১৯
Web Desk, ABP Ananda
Updated at:
03 Apr 2019 08:51 PM (IST)
NEXT
PREV
ভদোদরা: আইপিএল-এর ম্যাচে বেটিংয়ের অভিযোগে জাতীয় মহিলা ক্রিকেট দলের প্রাক্তন কোচ তুষার আরোঠে সহ ১৯ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
ভদোদরা ক্রাইম ব্র্যাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার জয়দীপ সিংহ জাডেজা জানিয়েছেন, ‘আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন বেটিংয়ের অভিযোগে একটি ক্যাফে থেকে আরোঠে সহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ক্যাফেটির মালিক আরোঠে সহ তিনজন। অন্য দুই মালিক হেমাঙ্গ পটেল ও নিশ্চল শাহকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। বাবা নামে এক ব্যক্তির সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল। এখনও বাবার খোঁজ মেলেনি।’
ভদোদরা ক্রাইম ব্র্যাঞ্চের ডেপুটি পুলিশ কমিশনার জয়দীপ সিংহ জাডেজা জানিয়েছেন, ‘আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন বেটিংয়ের অভিযোগে একটি ক্যাফে থেকে আরোঠে সহ ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে। ওই ক্যাফেটির মালিক আরোঠে সহ তিনজন। অন্য দুই মালিক হেমাঙ্গ পটেল ও নিশ্চল শাহকে ঘটনাস্থল থেকেই গ্রেফতার করা হয়। বাবা নামে এক ব্যক্তির সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল। এখনও বাবার খোঁজ মেলেনি।’
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -