মুম্বই: স্লগ ওভারে হার্দিক পান্ড্যর ১৬ বলে ৩৭ রানের ইনিংসে ভর করে আইপিএলের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে পাঁচ উইকেটে হারিয়ে দিয়েছে।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে গতকালের ম্যাচে এবি ডিভিলিয়ার্স (৭৫) ও মইন আলি (৫০)-র ইনিংসে ভর করে বেঙ্গালুরু ২০ ওভারে সাত উইকেটে ১৭১ রান করে। ব্যাট করতে নেমে ১৯ তম ওভারেই পাঁচ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুম্বই।
পাঁচটি চার ও দুটি ছক্কা সহ ৩৭ রানের ইনিংস খেলে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন হার্দিক। এই ম্যাচে মুম্বইয়ের জয়ের অন্যতম কারিগর লাসিথ মালিঙ্গাও। দুরন্ত বোলিংয়ে আরসিবি-র শক্তিশালী ব্যাটিং লাইন আপকে নিয়ন্ত্রণে রাখেন তিনি। ৪ ওভারে ৩১ রান দিয়ে ৪ উইকেট দখল করেন শ্রীলঙ্কার এই পেসার।
কিন্তু এমন ভালো পারফরম্যান্সের পরও একটা আশঙ্কা দানা বেঁধেছে মালিঙ্গার মনে। আসলে মালিঙ্গা বলেছেন, তাঁর ভয় হচ্ছে যে, আগামী বিশ্বকাপে হার্দিকের বিরুদ্ধে কীভাবে বোলিং করবেন তিনি।



মুম্বই ইন্ডিয়ান্সকে দেওয়া সাক্ষাত্কারে মজার ছলেই বলেছেন, আমি একদমই চাই না হার্দিক বিপক্ষ দলে থাকুক আর বিশ্বকাপে ওকে বল করতে হয়।
মালিঙ্গা বলেছেন, প্রকৃতপক্ষেই এটা তাঁর পক্ষে ভয়ের যে, বিশ্বকাপে তাঁকে হার্দিকের বিরুদ্ধে বোলিং করতে হবে। মালিঙ্গা বলেছেন, ও এখন দারুণ ফর্মে রয়েছে। আমার মনে হয়, ওকে দমিয়ে রাখতে হবে। আর শুরুতেই যদি ওকে ফেরানো যায়, তাহলেই এটা সম্ভব।