মোহালি: চোট, ব্যক্তিগত জীবনের ঝড়-ঝাপটা কাটিয়ে উঠে জাতীয় দল এবং আইপিএল-এ কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে ভাল পারফরম্যান্স দেখাচ্ছেন বাংলার পেসার মহম্মদ শামি। বিশ্বকাপের দলেও সুযোগ পেয়েছেন তিনি। এবার বিশ্বকাপেও ভাল ফর্ম ধরে রাখতে চান এই পেসার।
বিশ্বকাপের দল ঘোষণার পর শামি বলেছেন, ‘আমি আরও একবার দেশের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছি। এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি এখন জীবনের সেরা ফর্মে আছি। আমি খুব ভাল ছন্দে আছি। আমি বিশ্বকাপে এই ফর্ম ধরে রাখতে চাই।’
শামি আরও বলেছেন, ‘২০১৩ সালে আন্তর্জাতিক ম্যাচে অভিষেক হওয়ার সময় আমার যে ছন্দ ছিল, সেটাই এখন আছে বলে মনে হচ্ছে। সতীর্থ, কোচিং স্টাফ থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের সবাই আমাকে সাহায্য করেছে। এবার আমার ফিরিয়ে দেওয়ার পালা।’
২০১৫ সালের বিশ্বকাপে খেলেছিলেন শামি। এরপর তিনি চোট পান। ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের দলে অবশ্য ছিলেন এই পেসার। গত এক বছর ধরে তিনি অসাধারণ ফর্মে আছেন। এবার বিশ্বকাপেও দুরন্ত পারফরম্যান্স দেখানোই তাঁর লক্ষ্য।
বিশ্বকাপে ভাল ফর্ম ধরে রাখাই লক্ষ্য, বলছেন শামি
Web Desk, ABP Ananda
Updated at:
16 Apr 2019 01:30 PM (IST)
বিশ্বকাপের দল ঘোষণার পর শামি বলেছেন, ‘আমি আরও একবার দেশের হয়ে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছি। এর জন্য আমি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। আমি এখন জীবনের সেরা ফর্মে আছি। আমি খুব ভাল ছন্দে আছি। আমি বিশ্বকাপে এই ফর্ম ধরে রাখতে চাই।’
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -