নয়াদিল্লি: আগামী আইপিএলের খেলা হবে ভারতেই। দ্বাদশ আইপিএলের সূচনা হবে আগামী ২৩ মার্চ। আজ বিসিসিআই এক বিবৃতিতে এ কথা জানাল। দেশে লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে ঝাঁ চকচকে টি-টোয়েন্টি লিগের খেলা এ বার আদৌ দেশের মাটিতে আয়োজিত হবে কি না, তা নিয়ে ক্রিকেটমহলে দেখা দিয়েছিল সংশয়। মঙ্গলবার যাবতীয় জল্পনার অবসান হল। এদিন বোর্ডের প্রশাসকদের কমিটি টুর্নামেন্টের স্থান ও ক্রীড়াসূচি নির্ধারণ নিয়ে আলোচনায় বসেছিলেন। বৈঠকে ছিলেন কমিটির চেয়ারম্যান বিনোদ রাই ও মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক ডায়না এডুলজিও। বৈঠকে স্থির হয়েছে যে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় টি ২০ লিগের দ্বাদশ সংস্করণের খেলা অনুষ্ঠিত হবে ভারতেই।
বিসিসিআই-এর বিবৃতিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সংস্থা ও কর্তৃপক্ষগুলির সঙ্গে প্রাথমিক আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, আগামী আইপিএলের খেলা হবে ভারতেই। আইপিএল ২০১৯-এর খেলা ২৩ মার্চ শুরু করার প্রস্তাব দেওয়া হয়েছে। বিস্তারিত ক্রীড়াসূচি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে।
বিবৃতিতে বলা হয়েছে, আইপিএলের ক্রীড়াসূচি ঘোষণার আগে সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করা হবে।
মার্চ মাসে আইপিএলের খেলা শেষবার হয়েছিল ২০১০-এ। তারপর থেকে প্রতিবারই এপ্রিলের মাঝামাঝি টুর্নামেন্ট শুরু হয়।শেষ হয় মে মাসের শেষের দিকে।
চলতি বছরের ৩০ মে থেকে বিশ্বকাপ শুরু হচ্ছে। সে কথা মাথায় রেখে আইপিএলের সময় এগিয়ে আনা হচ্ছে।
বোর্ডের সংবিধান অনুযায়ী, ভারতের কোনও আন্তর্জাতিক খেলা ও আইপিএলের মধ্যে অন্তত ১৫ দিনের ব্যবধান থাকতে হবে।
সাধারণ নির্বাচনের কারণে দুবার আইপিএল ভারতের বাইরে অনুষ্টিত হয়েছিল। ২০০৯-এ টুর্নামেন্টের পুরো খেলাই হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। ২০১৪-তে কয়েকটি খেলা হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে।