এবারের নিলামই সম্ভবত ঠিক করে দেবে যুবরাজ সিংহের ক্রিকেট ভবিষ্যৎ। নিজের সেরা সময়ে ১৬ কোটি টাকা দর পেয়েছিলেন তিনি। গত আইপিএলেও তাঁর ন্যূনতম দর ছিল ২ কোটি টাকা, ওই দামে তাঁকে কিনে নেয় কিংস ইলেভেন পঞ্জাব। কিন্তু যুবির পারফরম্যান্স আশানুরূপ হয়নি, ৮ ম্যাচে রান করেন মাত্র ৬৫। ভারতীয় দলেও শেষ খেলেছেন গত বছর জুনে। ফলে এবার পঞ্জাব ছেড়ে দিচ্ছে তাঁকে। যুবি এবার দল পাবেন কিনা পরিষ্কার নয়, নিজের ন্যূনতম মূল্য ধরেছেন ১ কোটি টাকা। এই দামে আছেন আরও তিন ভারতীয়- ঋদ্ধিমান সাহা, মহম্মদ সামি ও অক্ষর প্যাটেল।
তবে যুবরাজের অনুরাগীরা আইপিএলে তাঁর অন্তর্ভুক্তি চেয়ে সোশ্যাল মিডিয়ায় জোরদার প্রচারে নেমে পড়েছেন। দেখে নিন তার কিছু নমুনা