কলকাতা: ২০২০ আইপিএল-এর নিলাম হতে চলেছে ২০ ডিসেম্বর। এতদিন বেঙ্গালুরুতে এই নিলাম হলেও, এবার স্থান বদলাতে চলেছে। এবার নিলাম হতে চলেছে কলকাতায়। এই প্রথম কলকাতায় আইপিএল নিলাম হতে চলেছে। সূত্রের খবর, ২০২১ সালে নতুন করে দল গঠনের আগে শেষবার নিলাম হতে চলেছে। ২০১৮ সালের জানুয়ারিতে শেষবার আইপিএল-এর বড় নিলাম হয়েছিল। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নতুন করে দল গঠনের আগে পাঁচজন করে ক্রিকেটারকে ধরে রাখার সুযোগ পেয়েছিল। আগামী মরসুমের নিলামের আগে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি ৮৫ কোটি টাকা খরচ করতে পারবে বলে শুরুতে জানানো হলেও, পরে আরও তিন কোটি টাকা খরচের অনুমতি দেওয়া হয়েছে।