দেখুন: রোহিতের মেয়ের সঙ্গে খেলায় মাতলেন শিখর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 04 Nov 2019 06:31 PM (IST)
সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনিং জুটি রোহিত শর্মা ও শিখর ধবন। ২২ গজের বাইরেও দুজনের যুগলবন্দী দুর্দান্ত। সম্প্রতি একটি ভিডিওতে এরই একটা উদাহরণ দেখা গেল। শিখর ধবন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রবিবার এই ভিডিও পোস্ট করেছেন।
নয়াদিল্লি: সীমিত ওভারের ক্রিকেটে অন্যতম সেরা ওপেনিং জুটি রোহিত শর্মা ও শিখর ধবন। ২২ গজের বাইরেও দুজনের যুগলবন্দী দুর্দান্ত। সম্প্রতি একটি ভিডিওতে এরই একটা উদাহরণ দেখা গেল। শিখর ধবন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রবিবার এই ভিডিও পোস্ট করেছেন। ভিডিও রোহিতের মেয়ে সামাইরার সঙ্গে খেলা করতে দেখা গেল শিখরকে। তখন সামাইরা বসে তার বাবার কোলে। গত জানুয়ারিতে বাবা হয়েছেন রোহিত। ভিডিও পোস্ট করে শিখর লিখেছেন, 'আদরের সামাইরার সঙ্গে কিছুটা মজা'। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সদ্যসমাপ্ত সিরিজে টেস্টে প্রথমবার ওপেনার হিসেবে খেলেছেন রোহিত। ওই সিরিজে ছয়টি ইনিংসে মোট ৫২৯ রান এসেছে রোহিতের ব্যাট থেকে। টেস্ট ক্রিকেটে কেরিয়ারের প্রথম দ্বিশতরানের ইনিংসও ওই সিরিজেই করেছেন রোহিত।