কেকেআর-এর হয়ে এখনও পর্যন্ত আইপিএল-এ ১১০ ম্যাচে ১২২টি উইকেট নিয়েছেন নারিন। ২০১২ সাল থেকে কেকেআর-এর হয়ে খেলা শুরু করেন তিনি। শুধু বোলিংই নয়, ব্যাট হাতেও সাফল্য পেয়েছেন এই ক্যারিবিয়ান। তিনি অনেক ম্যাচেই ব্যাটিং ওপেন করতে নেমে ঝড় তুলেছেন। এই অলরাউন্ড এবিলিটির জন্য কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে তাঁর গুরুত্ব অনেক বেশি।
তবে হাসির মতে, দলের কাছে বোলার নারিনের পারফরম্যান্সই বেশি গুরুত্বপূর্ণ। এ বিষয়ে তিনি বলেছেন, ‘বিপক্ষ দল যখন ম্যাচে জাঁকিয়ে বসেছে, সেই সময় যে কয়েকজন বোলারের উপর আমাদের অধিনায়ক দীনেশ কার্তিক ভরসা করতে পারবে, তাদের অন্যতম সুনীল নারিন। আমি নিশ্চিত, ও হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচগুলিতে জয় এনে দেবে।’
গত মরসুমের আইপিএল-এ ৩৪.৭০ গড়ে ১০টি উইকেট নেন নারিন। তিনি দু’বার কেকেআর-এর হয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। এবারও তাঁর উপর ভরসা করছে দল। ২৩ সেপ্টেম্বর মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করছে কেকেআর। প্রথম ম্যাচ থেকেই ছন্দে পাওয়া যাবে নারিনকে, আশাবাদী হাসি।