কলকাতা: আইপিএলের ত্রয়োদশ মরশুমটা একেবারেই ভালো যাচ্ছে না মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর।  গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের কাছে ১০ উইকেটে হেরে যাওয়ায় প্লে-অফে যাওয়ার আশা কার্যত রইল না হলুদ-বাহিনীর।  আইপিএলের ইতিহাসে এই প্রথম প্লে অফে যেতে ব্যর্থ হল সিএসকে।  দলের এই হতাশাজনক পারফরম্যান্সে দুঃখপ্রকাশ করলেন সিএসকে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। এ ব্যাপারে দলের সমস্যার কথা তুলে ধরলেন ম্যাচের পর।

ধোনি স্বীকার করে নিয়েছেন. ২০২০-র সিজনটা চেন্নাইয়ের ছিল না। তিনি বলেছেন, এবার দলের ক্ষেত্রে কোনও কিছুই ঠিকঠাক হচ্ছে না।

অধিনায়ক বলেছেন, সিএসকে-র কাছে সবকিছু গোলমাল হয়েছে। তাঁর কথায়, যে ম্যাচগুলিতে প্রথমে ব্যাটিং করতে চেয়েছিলাম, সেগুলিতে টসে হেরেছি। টুর্নামেন্টে শিশির দেখা যায়নি। কিন্তু আমরা যখন প্রথমে ব্যাটিং করেছিলেন, তখন শিশির দেখা গিয়েছে।

শুক্রবার ছিল সিএসকে-র পক্ষে সবচেয়ে হতাশাজনক দিন। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ৪৩ রানেই তাদের সাত উইকেট পড়ে যায়। যদিও কুরানের হাফসেঞ্চুরিতে ভর করে ২০ ওভারে ১১৪ রান করতে পারে তারা। মুম্বই কোনও উইকেট না হারিয়েই লক্ষ্যে পৌঁছে যায়।
এবারের আইপিএলে ১১ ম্যাচে ৮ টিতেই হারের মুখ দেখতে হয়েছে চেন্নাইকে। বাকি তিনটি ম্যাচে জিতলেও প্লেঅফে যাওয়ার সম্ভাবনা রইল না।

আগামী ম্যাচগুলিতে দলের তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়ার কথা জানিয়েছেন ধোনি। তিনি বলেছেন, আগামী বছরের পরিস্থিতি কী হবে, তা নিয়ে একটা পরিষ্কার চিত্র পেয়ে যাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের প্রস্তুতির  জন্য কয়েকজন তরুণকে দেখে নিতে হবে।