সিএসকে এর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, নেটে যখন ব্যাটিংয়ের জন্য গার্ড নিচ্ছিলেন ধোনি, তখন তাঁকে এক ঝলক দেখতে স্টেডিয়ামে প্রচুর ভিড়। তাঁর নামে আওয়াজ তুলে তাঁকে স্বাগত জানালেন অনুরাগীরা।
উল্লেখ্য, গত বছর বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে ভারতের বিদায়ের পর ধোনিকে আর দেখা যায়নি ২২ গজে। আইপিএলের মাধ্যমেই ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে চলেছে তাঁর।
উল্লেখ্য, আগামী ১৯ মার্চ সিএসকে চেন্নাইতে এবারের আইপিএলে তাদের শিবির শুরু করতে চলেছে। সেখানে দলের সমস্ত খেলোয়াড় যোগ দেবেন। সোমবার ধোনি বেশ কিছুক্ষণ মাঠে দৌড়ন। এরপর স্ট্রেচিং করে ব্যাট হাতে নেন। তারপর তাঁকে তাঁর বেশ কিছু ট্রেড মার্ক শট খেলতে দেখা যায়। এর একটা ছোট্ট ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।