নয়াদিল্লি: আগামী মরসুমের আইপিএল-এর জন্য নিলামের আগেই ক্রিস লিনকে ছেড়ে দিয়ে ভুল করেছে কলকাতা নাইট রাইডার্স। এমনই মনে করছেন যুবরাজ সিংহ। আবু ধাবি টি ১০ লিগে মরাঠা আরবিয়ানস দলের সতীর্থ সম্পর্কে তিনি বলেছেন, ‘ক্রিস আজ দারুণ খেলেছে। ও অবিশ্বাস্য শট খেলছে। আইপিএল-এ ওর খেলা দেখেছি। ও কেকেআর-এর হয়ে ওপেন করতে নেমে ইনিংসের শুরুটা দুর্দান্ত করছিল। ওকে কেন কেকেআর ধরে রাখল না, সেটা আমি বুঝতে পারছি না। আমার মতে এটা ভুল সিদ্ধান্ত। অবশ্যই এসআরকে-কে (শাহরুখ খান) এ বিষয়ে বার্তা পাঠাব।’

২০১৪ থেকে কেকেআর-এর হয়ে খেলছিলেন লিন। গত মরসুমেও তিনি দারুণ পারফরম্যান্স দেখান। কিন্তু তাঁকে পরের মরসুমের দলে রাখেনি কেকেআর। যদিও আবু ধাবি টি ১০ লিগে দারুণ ছন্দে আছেন লিন। সেই কারণেই যুবরাজ মনে করছেন, অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যানকে ছেড়ে দিয়ে ভুল করেছে শাহরুখের দল।