দুবাই: মহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে লড়াইয়ে জিতলেন বিরাট কোহলি। চেন্নাই সুপার কিংসকে ৩৭ রানে হারিয়ে দিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। আজ টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৬৯ রান করে আরসিবি। অধিনায়কোচিত ইনিংস খেলেন বিরাট। তিনি ৫২ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল চারটি করে বাউন্ডারি ও ছক্কা। তরুণ বাঁ হাতি ওপেনার দেবদত্ত পাড়িক্কল ৩৩ রান করেন। শিবম দুবে ২২ রান করে অপরাজিত থাকেন। চেন্নাইয়ের হয়ে জোড়া উইকেট নেন শার্দুল ঠাকুর। একটি করে উইকেট নেন দীপক চাহার ও স্যাম কারান।
জবাবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৩২ রান করে সিএসকে। সর্বোচ্চ ৪২ রান করেন অম্বাতি রায়াডু। এন জগদিশন করেন ৩৩ রান। ধোনি করেন ১০ রান। আরসিবি-র হয়ে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন ক্রিস মরিস। জোড়া উইকেট নেন ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট নেন ইসুরু উদানা ও যুজবেন্দ্র চাহল।
RCB vs CSK Final Score: চেন্নাইকে ৩৭ রানে হারিয়ে দিল ব্যাঙ্গালোর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
10 Oct 2020 11:35 PM (IST)
ব্যাঙ্গালোরের ৪ উইকেটে ১৬৯ রানের জবাবে ৮ উইকেটে ১৩২ রান করে চেন্নাই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -