ফের ধোনিকে আউট করলেন, ম্যাচের শেষে বরুণ টিপস নিলেন সেই সিএসকে অধিনায়কের কাছ থেকে, দেখুন ভিডিও
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Oct 2020 02:04 PM (IST)
আইপিএলে খেলার আগে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এম এস ধোনিকে বিশাল বিশাল ছয় হাঁকাতে দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। চেন্নাই সুপার কিংসের অধিনায়কের ব্যাটিং দাপটের সাক্ষী একটা সময় তিনি থেকেছেন চিপকের গ্যালারিতে বসে।
ছবি সৌজন্যে আইপিএল ট্যুইটার
কলকাতা: আইপিএলে খেলার আগে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে এম এস ধোনিকে বিশাল বিশাল ছয় হাঁকাতে দেখেছেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার বরুণ চক্রবর্তী। চেন্নাই সুপার কিংসের অধিনায়কের ব্যাটিং দাপটের সাক্ষী একটা সময় তিনি থেকেছেন চিপকের গ্যালারিতে বসে। তারপর থেকে কেরিয়ারে অনেকটাই এগিয়েছেন বরুণ। এবারের আইপিএলে দুবার ধোনিকে আউট করেছেন তিনি। ২৯ বছরের বরুণ আসন্ন অস্ট্রেলিয়া সফরে ভারতের টি ২০ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচে তাঁর হিরো ধোনিকে প্যাভিলিয়নে ফেরত পাঠান মিস্ট্রি স্পিনার বরুণ। চেন্নাইয়ের সামনে জয়ের লক্ষ্য ছিল ১৭৩ রান। রান তাড়ার সময় ১৫ তম ওভারে বরুণ ধোনিকে বোল্ড করে দলকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন বরুণ। তবে এরপরও রবীন্দ্র জাডেজার দুরন্ত ইনিংস শেষ ওভারে কলকাতা নাইট রাইডার্সের কাছ থেকে ম্যাচ ছিনিয়ে নেয়। নাইট ব্রিগেড ৬ উইকেটে ম্যাচ হেরে যায়। ম্যাচের পর বরুণকে দেখা গেল ধোনির সঙ্গে কথাবার্তা বলতে। সম্ভবত ধোনির কাছ থেকে কিছু টিপস নিচ্ছিলেন বরুণ। বেশ কিছুক্ষণ ধরে বরুণকে বাধ্য ছাত্রের মতো অভিজ্ঞতার পাঠ নিতে দেখা গেল ভারতের অন্যতম সেরা ক্রিকেটারের কাছ থেকে। দুজনের এই কথাবার্তার ভিডিও কেকেআর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, চিপকের স্ট্যান্ডে বসে তাঁকে ঘিরে মুগ্ধতা থেকে এখন পর্যন্ত...বরুণ চক্রবর্তীর স্বপ্নের দৌড় অব্যাহত। চলতি আইপিএল বেশ ভালো যাচ্ছে বরুণের। গত বছর মাত্র একটি ম্যাচ খেলে ৩৫ রান দিয়ে এক উইকেট পেয়েছিলেন তিনি।এবার প্রথম দশ উইকেট সংগ্রহকারীর তালিকায় উঠে এসেছেন কর্ণাটকের এই স্পিনার। ১২ ম্যাচে তাঁর সংগ্রহ ১৫ উইকেট। এর মধ্যে দিল্লির বিরুদ্ধে পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি। কেকেআর অবশ্য প্লেঅফে জায়গা নিশ্চিত করতে পারল না। চেন্নাইয়ের কাছে হেরে পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে নেমে এসেছে তারা। প্লেঅফে ওঠার আশা জিইয়ে রাখতে বাকি দুটি ম্যাচ জিততেই হবে তাদের।