আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে আইপিএল। সেখানে বর্তমানে কোয়ারেন্টিনে রয়েছেন সব দলের ক্রিকেটাররা। ভার্চুয়াল বৈঠককে সতীর্থদের উদ্দেশে করোনা বিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন বিরাট। তিনি বলেছেন, ‘করোনা অতিমারী আবহে আমাদের যে নিয়মাবলি দেওয়া হয়েছে, তা মেনে চলতে হবে। আমাদের সকলকে একই নিয়মাবলি দেওয়া হয়েছে। তার সঙ্গে কোনওভাবেই আপস করা যাবে না। কারণ আমি মনে করি, আমাদের যে কোনও একজনের ভুল গোটা টুর্নামেন্টকে নষ্ট করে দিতে পারে। সেটা আমরা কেউই চাই না।’ একইসঙ্গে তিনি বলেছেন, সুস্থ দলীয় সংস্কৃতি গড়ে তোলা জরুরি। এবং সেই জন্য দলের প্রতিটি সদস্যকে দায়িত্ব নিতে হবে।
এই বৈঠকে হাজির ছিলেন আরসিবি-র ক্রিকেট অপারেশন ডিরেক্টর মাইক হেসন এবং প্রধান কোচ সাইমন কাটিচ। হেসন বলেন, ‘কেউ বিধি লঙ্ঘন করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। কোনও খেলোয়াড় যদি ভুল করে বিধিভঙ্গ করেন, তা হলে তাঁকে বাদ দেওয়া হবে। তাঁকে যেতে হবে আইসোলেশনে। করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ না হওয়া পর্যন্ত তিনি দলে ফিরতে পারবেন না।’