কলকাতা: ইডেন গার্ডেন্স মানেই মাঠে কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটারদের মরিয়া লড়াই। আর গ্যালারিতে শো স্টপার শাহরুখ খান। কখনও হাততালি দেবেন, কখনও উত্তেজনায় রেলিং বেয়ে উঠে পড়বেন। দর্শকদের দিকে ছুড়ে দেবেন উড়ন্ত চুম্বন। ডিজে চালিয়ে দেবেন, ‘দর্দ এ ডিস্কো’। গোটা মাঠ চিৎকার করে উঠবে, কেকেআর... কেকেআর...
আগামী আইপিএলে সেই ছবি আর দেখা যাবে না। কারণ, আইপিএলে এবার কোনও দলকে হোম ভেন্যুতে খেলার সুযোগ দেওয়া হয়নি। রবিবার চতুর্দশ আইপিএলের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে আইপিএলের গভর্নিং কাউন্সিল। ইডেন গার্ডেন্সে ১০টি ম্যাচ দেওয়া হয়েছে। তবে সেগুলো কলকাতা নাইট রাইডার্সের নয়। ইডেনে খেলবে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস, রাজস্থান রয়্যালস ও মুম্বই ইন্ডিয়ান্স। আর কেকেআরের সব ম্যাচ দেওয়া হয়েছে চেন্নাই, মুম্বই, আমদাবাদ ও বেঙ্গালুরুতে। ফলে মাঠে গিয়ে অইন মর্গ্যান, দীনেশ কার্তিকদের খেলা দেখা থেকে বঞ্চিত হবেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। বিরাট কোহলি, ধোনিদের খেলা দেখেই সন্তুষ্ট থাকতে হবে বাংলার দর্শকদের।
প্রথম দিনই রোহিত-বিরাট লড়াই, দেখে নিন আইপিএলের সম্পূর্ণ সূচি
আইপিএলে কেকেআরের পূর্ণাঙ্গ সূচি
১১ এপ্রিল এসআরএইচ বনাম কেকেআর চেন্নাই, রাত ৭.৩০
১৩ এপ্রিল কেকেআর বনাম এমআই চেন্নাই, রাত ৭.৩০
১৮ এপ্রিল আরসিবি বনাম কেকেআর চেন্নাই, বিকেল ৩.৩০
২১ এপ্রিল কেকেআর বনাম সিএসকে মুম্বই, রাত ৭.৩০
২৪ এপ্রিল আরআর বনাম কেকেআর মুম্বই, রাত ৭.৩০
২৬ এপ্রিল পিকে বনাম কেকেআর আমদাবাদ, রাত ৭.৩০
২৯ এপ্রিল ডিসি বনাম কেকেআর আমদাবাদ, রাত ৭.৩০
৩ মে কেকেআর বনাম আরসিবি আমদাবাদ, রাত ৭.৩০
৮ মে কেকেআর বনাম ডিসি আমদাবাদ, দুপুর ৩.৩০
১০ মে এমআই বনাম কেকেআর দিল্লি, রাত ৭.৩০
১২ মে সিএসকে বনাম কেকেআর বেঙ্গালুরু, রাত ৭.৩০
১৫ মে কেকেআর বনাম পিকে বেঙ্গালুরু, রাত ৭.৩০
১৮ মে কেকেআর বনাম আরআর বেঙ্গালুরু, রাত ৭.৩০
২১ মে কেকেআর বনাম এসআরএইচ বেঙ্গালুরু, দুপুর ৩.৩০