মুম্বই: নাটকীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে ৪ রানে হারিয়ে দিল পঞ্জাব কিংস। সেই সঙ্গে ২ পয়েন্ট নিয়ে আইপিএল অভিযান শুরু করল প্রীতি জিন্টার দল। দুরন্ত সেঞ্চুরি করেও জেতাতে পারলেন না রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। ৬৩ বলে ১১৯ রানের ইনিংস খেলেও ম্যাচের শেষে শুকনো মুখেই মাঠ ছাড়তে হল কেরলের ক্রিকেটারকে। যিনি আইপিএলে সোমবার একটি ইতিহাস গড়লেন। ভারতের প্রথম ক্রিকেটার হিসাবে আইপিএলে নেতৃত্ব দিতে নেমেই ব্যাটে সেঞ্চুরি করলেন সঞ্জু। তবে তাঁর কীর্তিও ম্লান হয়ে গেল পঞ্জাবের পেসার অর্শদীপ সিংহের বল হাতে পারফরম্যান্সে। শেষ ওভারে প্রবল চাপের মুখে মাত্র ৮ রান খরচ করলেন অর্শদীপ। সেই সঙ্গে তুলে নিলেন বিধ্বংসী সঞ্জুর উইকেট। সব মিলিয়ে ৪ ওভারে ৩৫ রানে ৩ উইকেট অর্শদীপের।
সোমবার টস জিতে পঞ্জাব কিংসকে প্রথম ব্যাট করতে পাঠিয়েছিলেন রাজস্থান অধিনায়ক সঞ্জু। শুরুতে ময়ঙ্ক অগ্রবালকে (৯ বলে ১৪ রান) হারাতে হলেও কে এল রাহুল ও ক্রিস গেল ইনিংসের হাল ধরেন। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় ব্যাট করে ২৮ বলে ৪টি চার ও ২টি ছক্কা মেরে ৪০ রান করেন গেল। শুরুতেই একবার ক্যাচ পড়ার পর বিধ্বংসী মেজাজে ব্যাট করতে থাকেন রাহুলও। ৫০ বলে ৯১ রান করেন পঞ্জাব অধিনায়ক। ৭টি চার মারার পাশাপাশি ৫টি বিশাল ছক্কা মারেন তিনি। পরের দিকে নেমে ২৮ বলে ঝোড়ো ৬৪ রান করেন দীপক হুডা। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ২২১ রান তোলে পঞ্জাব কিংস। রাজস্থানের হয়ে তিন উইকেট নেন চেতন সাকারিয়া।
ধোনিকে বোল্ড করে ৩ বছর আগের শাপমুক্তি আবেশের
জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই বেন স্টোকসকে হারায় রাজস্থান। বাংলার পেসার মহম্মদ শামির বলে তিনি কট অ্যান্ড বোল্ড হয়ে ফেরেন কোনও রান না করেই। এরপর রাজস্থান ইনিংসের পুরোটা জুড়েই সঞ্জু। ১২টি চার ও সাতটি ছক্কা মারেন তিনি। জস বাটলার (১৩ বলে ২৫), শিবম দুবে (১৫ বলে ২৩) ও রিয়ান পরাগ (১১ বলে ২৩) চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি রাজস্থানের।